রাশিয়ার কাছে জামাির্ন বন্দি: মন্তব্য ট্রাম্পের

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়ার কাছে জামাির্ন বন্দি বলে মন্তব্য করেছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোর মহাসচিব জেন্স স্টল্টেনবাগের্ক এমন কথাই বলেছেন তিনি। বহুল প্রতীক্ষিত ন্যাটো বৈঠকের আগ দিয়ে এমন মন্তব্য করলেন ট্রাম্প। এতে করে বৈঠককে ঘিরে সৃষ্ট উত্তেজনা আরও বৃদ্ধি পেল। সংবাদসূত্র : আল-জাজিরা বুধবার ব্রাসেলসে বৈঠকে বসেছে ন্যাটো জোটের সদস্য দেশগুলো। বৈঠকের আগ দিয়ে ন্যাটোর মহাসচিবের সঙ্গে তীব্র বিতÐায় জড়িয়েছেন ট্রাম্প। তিনি ন্যাটো মহাসচিবকে বলেছেন, রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও গ্যাস আমদানি করার কারণে জামাির্ন তাদের কাছে বন্দি। ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের প্রতিরক্ষাব্যবস্থা শক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের অথর্ পরিশোধ করা খুবই অসঙ্গত। কেননা, জামাির্ন ঠিকই রাশিয়ার সঙ্গে তাদের গ্যাস চুক্তি বজায় রাখছে। এ বিষয়ে স্টল্টেনবাগর্ বলেন, ন্যাটো মিত্রদের মধ্যে জামাির্ন ও রাশিয়ার মধ্যকার একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন-বিষয়ক চুক্তি নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। কিন্তু তিনি বলেন, সংগঠনটির শক্তি হচ্ছে, তারা সব ভিন্নতার পরও সবসময় তাদের মতাদশর্ ও মিত্রদের রক্ষা করার জন্য এক থাকে।