পাকিস্তানে ফিরলে বের হতে পারবেন না নওয়াজ-মরিয়ম

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আর তার মেয়ে মরিয়ম দেশে ফিরলে আর বের হতে পারবেন না। ফিরলেই তারা গ্রেপ্তার হবেন। এমনটাই জানিয়েছে ‘ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। সংবাদসূত্র: ডন, ইনডিয়ান এক্সপ্রেস আগামীকাল শুক্রবার পাকিস্তানে ফেরার কথা নওয়াজ ও তার মেয়ে মরিয়মের। কিন্তু ফেরার ফেরার পরই আর যাতে দেশের বাইরে যেতে পারেন, এর মাধ্যমে তারই বন্দোবস্ত করে রাখা হলো। এদিকে, ১০ দিনের মধ্যে দোষী দুজনকে আত্মসমপের্ণর নিদের্শ দিয়ে রেখেছে ইসলামাবাদ আদালত। সেই অনুসারে শুক্রবার আত্মসমপর্ণ করার কথা ছিল বাবা-মেয়ের। লন্ডন থেকে নওয়াজের বাতার্Ñ ‘জেলকে ভয় পাই না। আমি স্বাধীন পাকিস্তানের নাগরিক। আমার ভাগ্য কয়েকজন সেনা কমর্কতার্ ঠিক করবে না।’ দুনীির্ত মামলায় গত শুক্রবার নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদÐ দেয় আদালত। নওয়াজের সঙ্গে তার মেয়ে মরিয়মকেও সাত বছরের কারাদÐ দেয়া হয়েছে। এছাড়া নওয়াজকে ৮০ লাখ এবং মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা দেয়ার নিদের্শ দিয়েছে আদালত। স্ত্রী কুলসুম নওয়াজের চিকিৎসার জন্য বতর্মানে লন্ডনে রয়েছেন নওয়াজ ও মরিয়ম।