এবার পেন্টাগনের চিফ অব স্টাফ কেভিন সুইনির পদত্যাগ

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) চিফ অব স্টাফ কেভিন সুইনি পদত্যাগ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেমস ম্যাটিসের পদত্যাগের ঘোষণার এক মাসের মাথায় পদ ছাড়লেন সুইনি। এক বিবৃতিতে সুইনি বলেছেন, বেসরকারি খাতে ফিরে যাওয়ার এখনই সঠিক সময়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এ নিয়ে তৃতীয় কোনও উচ্চ পদস্থ পেন্টাগন কমর্কতার্ পদত্যাগ করলেন। সংবাদসূত্র: বিবিসি নিউজ ২০১৮ সালের ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে মাকির্ন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার পোস্টে তিনি বলেন, আমরা সিরিয়ায় আইএস-কে পরাজিত করেছি। ট্রাম্পের প্রেসিডেন্সিতে শুধু আইএস-কে হটানোর জন্যই তাদের সেখানে (সিরিয়া) রাখা হয়েছিল। ম্পের সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেকে। সবচেয়ে আলোচিত নাম পদত্যাগী প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। আন্তজাির্তক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, আফগানিস্তান ও সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মতো কিছু সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে মতভেদের জেরে তিনি পদত্যাগ করেন। সিরিয়া থেকে আকস্মিকভাবে সেনা প্রত্যাহারের ঘোষণার পর পদত্যাগ করেন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ডানা হোয়াইটও। আর শনিবার পদত্যাগের ঘোষণা দেন পেন্টাগনের চিফ অব স্টাফ কেভিন সুইনি। ২০১৭ সালের জানুয়ারি থেকে সুইনি পেন্টাগনের চিফ অব স্টাফ হিসেবে নিয়োজিত ছিলেন। শনিবার জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি তার সহকমীের্দর কথা লিখেছেন।