কংগ্রেসের হাতিয়ার রাফাল বিজেপির নিরাপত্তা

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পাটির্ (বিজেপি) ও প্রধান বিরোধীদল কংগ্রেসের দলীয় প্রতীক
দেশের নিরাপত্তাকেই হাতিয়ার করে ভোটে জিততে মরিয়া ভারতের শাসক দল বিজেপি। তবে কংগ্রেস নিরাপত্তা ক্ষেত্রে বিজেপির দুনীির্তর অভিযোগকেই হাতিয়ার করতে চায়। লোকসভা ভোটের তিন মাস আগে থেকেই ভারতে রাজনৈতিক প্রচার এখন তুঙ্গে। ২০১৪ সালে বিজেপির প্রধান হাতিয়ার ছিল দুনীির্ত। সেই সঙ্গে উন্নয়নের প্রতিশ্রæতিও ছিল কংগ্রেসকে ঘায়েল করার মোক্ষম হাতিয়ার। সেই হাতিয়ারেই কাবু কংগ্রেস। সরকার গঠন করে বিজেপি। এবার পরিস্থিতি ভিন্ন। রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে শাসক দলের বিরুদ্ধে আথির্ক কেলেঙ্কারির অভিযোগে সোচ্চার কংগ্রেস। খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সরাসরি তোপ দাগছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে। সংবাদসূত্র: হিন্দুস্থান টাইমস শনিবার আগরতলায় দুদিনের সফরে এসে বিজেপির সভাপতি অমিত শাহ অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, রাফাল যুদ্ধবিমান কেনায় এক পয়সার দুনীির্ত হয়নি। সেই সঙ্গে দলের কৌশলও পরিষ্কার করে দেন অমিত। আগরতলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিজেপি সভাপতি জানান, লোকসভা ভোটে দেশের নিরাপত্তা ও উন্নয়নকে ইস্যু করবে বিজেপি। তার অভিযোগ, রাফাল যুদ্ধবিমান ইস্যুতে দেশের নিরাপত্তা ও সম্মানকেই খাটো করার চেষ্টা করছে। সেই সঙ্গে তিনি দাবি করেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ফের সরকার গঠন করবে। তবে কংগ্রেসও পাল্টা আঘাত হানতে কাপর্ণ্য করেনি। ত্রিপুরার সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় বলেন, দেশের নিরাপত্তার কথা বলে এখন মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে।