ভারী তুষারপাতে বিচ্ছিন্ন কাশ্মীর

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারি তুষারপাতের কারণে পুরো ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কাশ্মীর। রাতভর তুষারপাতের কারণে উপত্যকাটির সঙ্গে স্থল ও আকাশ পথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার রাত থেকে বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সংবাদসূত্র: এনডিটিবি, পিটিআই তুষারপাতের কারণে মানুষের স্বাভাবিক জীবন স্থবির হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ তেমন ঘর থেকে বের হচ্ছেন না। শ্রীনগরসহ উপত্যকার কয়েকটি শহরের যোগাযোগও ব্যাহত হচ্ছে। এমনকি শ্রীনগরের সঙ্গে উড়োজাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে। শুক্রবার বিকেল থেকে এ ভারি তুষারপাত শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের কমর্কতার্রা পিটিআইকে জানান, গত কয়েক বছরের মধ্যে যতগুলো ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে, তার মধ্যে এবারেরটি একটি। স্থানীয় সময় সকাল আটটায় শ্রীনগরে ১০ ইঞ্চি পুরু তুষার রেকডর্ করা হয়। কাশ্মীরের উত্তরে স্কি রিসোটর্ হিসেবে পরিচিত গুলমাগের্ নতুন করে দুই ফুট পুরু তুষার পড়ে। কাজিগুন্দে ১১ ইঞ্চি, কোকেরনাগে তিন ইঞ্চি, পেহেলগামে ১০ ইঞ্চি ও কুপওয়ারাতে ১৭ ইঞ্চি পুরু তুষারের রেকডর্ করা হয়। ট্রাফিক কন্ট্রোল রুমের একজন মুখপাত্র জানান, ভারী তুষারপাতের কারণে শ্রীনগর-জম্মু ন্যাশনাল হাইওয়ে বন্ধ হয়ে গেছে। পাশাপাশি অন্যান্য সংযোগ সড়কগুলোও বন্ধ হয়ে গেছে।