সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৩ যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়ার লস অ্যাঞ্জেলেসে একটি ‘বোলিং হাউজে’ গোলাগুলিতে অন্তত তিনজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেস উপকণ্ঠে টরেন্সের ‘গ্যাবল হাউজ বোল’ এ শনিবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। টরেন্স পুলিশ ডিপাটের্মন্টের পক্ষ থেকে বলা হয়, গোলাগুলির শব্দ পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। গুলিতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছিল। দুই জনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি, বাকি দুইজন নিজেরাই চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন। সংবাদসূত্র: রয়টাসর্ স্কুলবাস খাদে নিহত ৭ যাযাদি ডেস্ক ভারতের হিমাচল প্রদেশে সড়ক দুঘর্টনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার রাজ্যের সিরমোর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন শিক্ষাথীর্। অপরজন বাসটির চালক। সিরমোর জেলার সংগ্রহ শহরের ডিএভি পাবলিক স্কুলে যাওয়ার সময় দাদাহু-সংগ্রহ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি। পুলিশ জানিয়েছে, চালকসহ ১৯ জন শিক্ষাথীর্ ছিল বাসটিতে। সংবাদসূত্র: জি নিউজ মিসরে পুলিশ নিহত যাযাদি ডেস্ক মিসরে একটি গিজার্য় পাওয়া বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন দেশটির এক পুলিশ কমর্কতার্। রাজধানী কায়রোর পূবার্ঞ্চলে ওই গিজার্র কাছে বোমাটি পাওয়া যায়। নিকটবতীর্ এক ভবনের ছাদে রাখা ছিলো সেটি। দুইদিন পরেই কপটিক বড়দিন উদযাপন করবেন দেশটির খ্রিস্টান ধমার্বলম্বীরা। নিরাপত্তা সূত্র জানায়, বোমা নিষ্ক্রিয় করার সময় ওই বিশেষজ্ঞ কমর্কতার্ প্রাণ হারান। এছাড়া আহত হন আরও দুই পুলিশ সদস্য। সংবাদসূত্র: রয়টাসর্ মাঝ আকাশে ইঞ্জিন বিকল যাযাদি ডেস্ক বিকট শব্দে মাঝ আকাশে ইঞ্জিন বিকল হলো ভারতীয় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের নতুন একটি বিমানের। ইন্ডিগোর এয়ারবাস এ-৩২০ বিমানে এ দুঘর্টনা ঘটেছে। দেশটির বেসামরিক বিমান পরিবহন কতৃর্পক্ষ এ ঘটনায় গুরুতর ব্যবস্থা গ্রহণ করছে। গত ৩ জানুয়ারি কলকাতা থেকে চেন্নাই যাওয়ার পথে ইন্ডিগোর ওই বিমানের প্রাট অ্যান্ড হুয়িটনি ব্র্যান্ডের একটি ইঞ্জিন বিকল হয়। বিমানটি চেন্নাইয়ের মাঝ আকাশে ফিরে আসে। ইঞ্জিনের বেøড ক্ষতিগ্রস্ত হওয়ায় পরে সেখানে অবতরণ করে। এ ঘটনার পর ইন্ডিগোর এ-৩২০ বিমানটি জরুরি ভিত্তিতে চেন্নাইয়ে অবতরণ করে। তবে বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন সে ব্যাপারে সঠিক তথ্য জানা যায়নি। সংবাদসূত্র: এনডিটিবি জামাির্নতে বোমা হামলা যাযাদি ডেস্ক জামাির্নর কট্টর ডানপন্থি রাজনৈতিক দল এএফডির কাযার্লয়ে বোমা হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। বোমার বিস্ফোরণে একটি গাড়ি এবং ভবনের জানালা ও দরজা ক্ষতিগ্রস্ত হলেও এতে কেউ হতাহত হয়নি। হামলায় জড়িত সন্দেহে এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের পরিচয় প্রকাশ করা না হলেও রাজনৈতিক কারণে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। হামলার বিষয়ে বিস্তারিত জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় কতৃর্পক্ষ। সংবাদসূত্র: ডেইলি মেইল এসএমএসে বিবাহ বিচ্ছেদের বাতার্ যাযাদি ডেস্ক সৌদি আরবের নারীরা এখন থেকে মোবাইল ফোনে তাদের বিবাহ বিচ্ছেদ কাযর্করের খবর জানতে পারবেন। দেশটিতে আগে স্ত্রীকে না জানিয়েই স্বামীরা তাদের বিয়ে ভেঙে দিতে পারতেন। নতুন এ আইনের ফলে ওই ধরনের ‘গোপন তালাকের’ সুযোগ বন্ধ হবে। রোববার থেকে আইনটি কাযর্কর হচ্ছে বলে জানা গেছে। এতে বিবাহ বিচ্ছেদের আবেদন অনুমোদিত হওয়ার পরপরই নারীদের মোবাইলে খুদে বাতার্য় তা জানিয়ে দেয়ার বিধান রাখা হয়েছে। নতুন এই নিদের্শনায় নারীরা তাদের বৈবাহিক অবস্থা সম্পকের্ পুরোপুরি জানতে পারবেন এবং বিয়ের পরবতীর্ খোরপোশের অধিকার রক্ষা করতে পারবেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কার কমর্সূচির অংশ হিসেবেই নতুন এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোহাম্মদের প্রশাসন এর আগে নারীদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার সুযোগ ও পুরুষদের জন্য সংরক্ষিত চাকরিতে সুযোগ তৈরি করে দেয়। কট্টর রক্ষণশীল সৌদি আরবের এসব পদক্ষেপ মানবাধিকার সংগঠনগুলোর প্রশংসা কুড়িয়েছে। গত বছর দেশটি নারীদের গাড়ি চালানোরও অধিকার দেয়। সংবাদসূত্র: বিবিসি নিউজ