‘হয় সংরক্ষণ করুন নয়তো ভেঙে ফেলুন তাজমহল’

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
হয় তাজমহল সংরক্ষণ করুন, নয়তো ভেঙে ফেলুনÑ এভাবেই বুধবার ভারতের কেন্দ্রীয় সরকারকে ভৎর্সনা করেছে দেশটির সুপ্রিম কোটর্। আদালত জানিয়েছে, তাজমহল সংরক্ষণের ব্যাপারে কাযর্ত উদাসীন কেন্দ্রীয় সরকার। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস বুধবার আদালত জানিয়েছে, ফ্রান্সের আইফেল টাওয়ারের চেয়েও অনেক সুন্দর দেখতে তাজমহল। অথচ শুধু সংরক্ষণের অভাবে এখানে বিদেশি পযর্টকের অভাব। আইফেল টাওয়ারের সংরক্ষণ ও সৌন্দযার্য়নেই মুগ্ধ পযর্টকরা। তাই একটা টিভি টাওয়ারের মতো দেখতে স্থাপত্য পরিদশের্নর জন্য লাখো মানুষ ভিড় করে সেখানে। অথচ তার তুলনায় তাজমহলের সৌন্দযের্র জবাব নেই। সেখানে বিদেশি পযর্টকের সংখ্যা নগণ্য। ফলে বিদেশি মুদ্রার আমদানিও কমছে ভারতে। এদিকে সরকারের নজর দেয়া উচিত। ভারতের সুপ্রিম কোটর্ এদিন কেন্দ্রীয় সরকারকে ভৎর্সনা করে আরও জানায়, সংরক্ষণ করতে না পারলে হয় তাজমহলকে বন্ধ করে দিন, নয়তো ধ্বংস করে ফেলুন। আর নয়তো সংরক্ষণের ব্যাপারে উদ্যোগী হন।