মধ্যপ্রাচ্যে মিত্রদের নিরাপত্তার প্রতিশ্রæতি যুক্তরাষ্ট্রের

হ সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে মিত্র দেশগুলো যখন শঙ্কিত তখনই ওয়াশিংটন থেকে এমন বাতার্ এলো

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ার উত্তর-পূবার্ঞ্চলীয় এলাকা থেকে মাকির্ন সেনাদের প্রত্যাহারের আগে মিত্রদেশগুলোর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রæতি দিয়েছে ওয়াশিংটন। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মধ্যপ্রাচ্যে ইসরাইল এবং অন্য মিত্রদের নিরাপত্তার বিষয়ে পুরোপুরি আশ্বস্ত করতে এক বিবৃতিতে এসব বলেন। সিরিয়া থেকে মাকির্ন সেনা প্রত্যাহারকে কেন্দ্র করে মিত্রদেশগুলো যখন শঙ্কিত তখনি ওয়াশিংটন থেকে এমন বাতার্ এলো Ñরয়টাসর্
সিরিয়ার উত্তর-পূবার্ঞ্চলীয় এলাকা থেকে মাকির্ন সেনাদের প্রত্যাহারের আগে মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রæতি দিয়েছে ওয়াশিংটন। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, সেনা প্রত্যাহার এমনভাবে করা হবে যেন মধ্যপ্রাচ্যে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের অন্য মিত্রদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে ‘পুরোপুরি আশ্বস্ত’ করা যায়। সংবাদসূত্র : আল জাজিরা, দ্য ইন্টারসেপ্ট এর আগে সিরিয়া থেকে মাকির্ন সেনাদের সরিয়ে নেয়ার পূবর্শতর্ হিসেবে জঙ্গিগোষ্ঠী আইএসকে পরাজিত করা এবং যুক্তরাষ্ট্র সমথির্ত কুদির্ বিদ্রোহীদের সুরক্ষায় তুরস্কের কাছে নিশ্চয়তা চান। এর কয়েক ঘণ্টার মাথায় সেনা প্রত্যাহারের আগে ইসরাইলসহ মিত্রদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করেন জন বোল্টন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প প্রশাসনের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি বলেন, আইএসকে পরাজিত করা এবং তারা যেন পুনরুজ্জীবিত হতে না পারে, ফের কোনও হুমকি হয়ে উঠতে না পারে তার নিশ্চিতের পরই সিরিয়া থেকে মাকির্ন সেনাদের সরিয়ে নেয়া হবে। এ অঞ্চলে ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের অন্য মিত্রদের প্রতিরক্ষা নিশ্চিত করা হবে। আইএসের বিরুদ্ধে অন্য যারা লড়াই করেছে তাদের প্রতিও খেয়াল রাখা হবে। এ দিকে মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরানের হুমকি থেকে ইসরাইলকে রক্ষায় কাজ করছে তার দেশ। এ লক্ষ্যে ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পকোর্ন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, সিরিয়া থেকে মাকির্ন সেনাদের প্রত্যাহার করা হলেও দেশটিতে ইরানের অবস্থানের বিরুদ্ধে ইসরাইলের যেকোনো উদ্যোগে সমথর্ন দেবে ওয়াশিংটন। অন্যদিকে, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরও দেশটির পূবার্ঞ্চলে বোমা হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। জঙ্গিগোষ্ঠী আইএস প্রভাবিত এলাকাগুলোতে এ হামলা চালানো হচ্ছে। ২০১৮ সালের ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে মাকির্ন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার পোস্টে তিনি বলেন, আমরা সিরিয়ায় আইএসকে পরাজিত করেছি। ট্রাম্পের প্রেসিডেন্সিতে শুধু আইএসকে হটানোর জন্যই তাদের সেখানে (সিরিয়া) রাখা হয়েছিল। সিরিয়ার পূবার্ঞ্চলীয় তিন সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, সম্প্রতি সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে ইরাক সীমান্তসংলগ্ন ইউফ্রেটিস নদীর নিকটবতীর্ আল কাশমাহ গ্রামে। মাকির্ন বিমান হামলা ও যুক্তরাষ্ট্র সমথির্ত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোসেের্সর (এসডিএফ) গোলা হামলায় বেসামরিক নাগরিক ও আইএস যোদ্ধাদের পরিবারের সদস্যরা দক্ষিণাঞ্চলীয় গ্রামে পালিয়েছে। ইউফ্রেটিস নদীসংলগ্ন গ্রামগুলোতে জড়ো হয়েছে আইএস সদস্যরা। দের আজ জোর এলাকার এক মানবাধিকারকমীর্র তথ্য অনুযায়ী, এসব এলাকায় এখন ৫০ হাজার থেকে ৬০ হাজার মানুষ অবস্থান করছেন। তিনি বলেন, এসব এলাকার নিরস্ত্র মানুষকে মাকির্ন বোমা হামলা থেকে বঁাচার কিংবা নিজেদের লুকিয়ে রাখার কোনো জায়গা নেই। যুক্তরাষ্ট্র ও আইএসের পাশাপাশি সিরীয় সরকারের হামলার কবলেও পড়তে হচ্ছে স্থানীয়দের। অপারেশন রাউন্ডআপ নামের অভিযানের অংশ হিসেবে গত নভেম্বর থেকে ইউফ্রেটিসের আশপাশে আইএস নিয়ন্ত্রিত গ্রামগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অপারেশন রাউন্ডআপ পরিচালনা করতে গিয়ে বেসামরিক এলাকায়ও হামলা হচ্ছে। একটি হাসপাতালও হামলার শিকার হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের প্রক্রিয়ায় ইতোমধ্যে কুদির্রা রুশ সমথির্ত সিরিয়ার আসাদ বাহিনীর ঘনিষ্ঠ হতে শুরু করেছে। বিপরীতে তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন তুকির্ প্রেসিডেন্ট এরদোয়ান। একদিকে সিরীয় বাহিনী কুদির্ নিয়ন্ত্রিত এলাকা মানবিজে উপস্থিত হয়েছে। অন্যদিকে এরদোয়ান বলেছেন, কুদিের্দর বিষয়ে করণীয় ঠিক করতে রাশিয়ায় তিনি অত্যন্ত উচ্চপযাের্য়র প্রতিনিধিদল পাঠিয়েছেন। শিগগিরই কুদিের্দর বিরুদ্ধে সামরিক অভিযানের আদেশ দিতে পারেন তিনি। এ প্রেক্ষাপটে গত বুধবার ট্রাম্প বলেছেন, সিরিয়া থেকে মাকির্ন সেনা প্রত্যাহার করা হবে ঠিকই, তবে তা হবে পযার্য়ক্রমে। তিনি সিরিয়ায় থাকা মাকির্ন মিত্র কুদির্ যোদ্ধাদের রক্ষা করতে চান।