সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলার শীষর্ বিচারপতি দেশ ছেড়ে পালিয়েছেন যাযাদি ডেস্ক ভেনেজুয়েলার সুপ্রিম কোটের্র বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি বতর্মানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ক্রিস্টিয়ান জেরপা একসময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত ছিলেন। কিন্তু গত বছর একতরফা নিবার্চনে দ্বিতীয় মেয়াদে মাদুরো প্রেসিডেন্ট হওয়ার প্রতিবাদে দেশ ছাড়েন এই বিচারপতি। ক্রিস্টিয়ান জেরপা যে দেশ ছেড়ে পালিয়েছেন, সেই তথ্যের সত্যতা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোটর্। তবে বিবৃতিতে ক্রিস্টিয়ান জেরপাকে সাবেক বিচারপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্ ভিক্ষা করে বেড়াচ্ছেন ইমরান খান! যাযাদি ডেস্ক আসন্ন অথৈর্নতিক সঙ্কট থেকে বঁাচার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্বজুড়ে ভিক্ষা করে বেড়াচ্ছেন। রোববার এক সমাবেশে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন দেশটির সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। তিনি বলেন, ভিক্ষা চাওয়ার জন্য এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন ইমরান খান। রাজনীতিতে যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে সরকারে আসন দিয়েছেন ইমরান খান। ইতোমধ্যে সৌদি আরবের কাছ থেকে ৩.১৮ শতাংশ সুদে ২ বিলিয়ন ডলার নগদ অথর্ সহায়তা পেয়েছে পাকিস্তান। দেশটির কাছ থেকে তৃতীয় ধাপে আরো এক বিলিয়ন ডলার সহায়তা আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে পাওয়ার কথা রয়েছে ইসলামাবাদের। সংবাদসূত্র: ডন সোনার খনি ধসে নিহত ৩০ যাযাদি ডেস্ক আফগানিস্তানের উত্তর-পূবার্ঞ্চলে একটি গ্রামে নদীর তলদেশে সোনা খেঁাজার সময় খনিতে ধস নেমে অন্তত ৩০ শ্রমিক নিহত হয়েছে। বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলায় রোববার এ দুঘর্টনা ঘটে বলে জানা গেছে। সোনার খেঁাজে গ্রামবাসীরা শুকিয়ে যাওয়া একটি নদীর তলদেশে প্রায় ২২০ ফুট গভীর খাদ খনন করে। একপযাের্য় ওই খাদটিতে ধস নামে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন বলে জানান স্থানীয় কমর্কতার্রা। জানা যায়, দশকের পর দশক ধরে ওই গ্রামবাসীরা নদীতে সোনা খেঁাজার কাজ করছেন। যার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সংবাদসূত্র: বিবিসি ভূূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া যাযাদি ডেস্ক আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ায়। দেশটির তেরনাতে শহরের ১৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার রাতে মোলুকাস দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬০ দশমিক ৫ কিলোমিটার। ভূমিকম্পের পরেও বেশ কয়েকবার ৫ মাত্রা এবং এর বেশি আঘাত হেনেছে। তবে ভূমিকম্প থেকে সুনামি সতকর্তা জারি করা হয়নি। সংবাদসূত্র: রয়টাসর্