'এখানে ইতিহাস ঘাঁটতে বসে নেই আমরা।' তাজমহলের ইতিহাস সংক্রান্ত মামলায় এমনই কড়া মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। তাজমহল নিয়ে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে, সঠিক ইতিহাস পড়ানো হোক, এই দাবিতে জনস্বার্থ মামলা হয় দেশটির শীর্ষ আদালতে। সেই আবেদন বাতিল করে সোমবার কড়া মন্তব্য করেছেন দুই বিচারপতি। একই সঙ্গে তাদের পরামর্শ, এই ইসু্যতে সুপ্রিম কোর্টে নয়, আর্কিওলজিক্যাল সার্ভেতে যান।
জনৈক সুরজিৎ সিং যাদব জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন। তার অভিযোগ, ইতিহাস বই ও পাঠ্যবইতে তাজমহল সংক্রান্ত অনেক ভুল তথ্য রয়েছে। কেন্দ্রীয় সরকারকে ওই তথ্য মুছে ফেলার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট, এই দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। তার আবেদন খারিজ করেছেন শীর্ষ আদালত। একই সঙ্গে তাজমহলের বয়স জানতে তদন্ত করা হোক বলে আবেদনও জানিয়েছিলেন তিনি। কিন্তু বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানায়, 'আমরা (আদালত) এখানে নতুন করে ইতিহাস ঘাঁটতে বসে নেই। ৪০০ বছরের ইতিহাস বদলানো যায় না। ইতিহাস গতিশীল, তাকে গতিশীল থাকতে দিন। আবেদন খারিজ করা হলো। তবে মামলাকারী আর্কিওলজিক্যাল সার্ভেতে যেতেই পারেন।' মামলাকারী তাজমহল নিয়ে বিস্তর গবেষণা করেছেন বলে দাবি করেছেন। তার 'গবেষণায়' উঠে এসেছে, যেখানে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজকে সমাধিস্থ করা হয়েছে, সেখানে আগে থেকেই সুদৃশ্য ও বিশাল প্রাসাদ ছিল। সংবাদসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস