সংবাদ সংক্ষপে

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ভারতে কয়লাখনি ধসে নিহত ২ যাযাদি ডেস্ক ভারতের উত্তরপূবার্ঞ্চলের প্রত্যন্ত এলাকায় এক কয়লাখনি ধসে দুই শ্রমিক মারা গেছেন। এছাড়াও খনিতে আটকা পড়েছে ১৫ শ্রমিক। শ্রমিকদের উদ্ধারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। পুলিশ জানায়, সরু সুড়ঙ্গে কয়লা খননের সময় বোল্ডারের আঘাতে দুই শ্রমিক প্রাণ হারায় বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার খনিজ সমৃদ্ধ মেঘালয় রাজ্যে এ দুঘর্টনা ঘটে। অবৈধ এই কয়লা খনিতে আটকা পড়া ১৫ খনি শ্রমিকের ভাগ্য সম্পকের্ কিছু জানা যায়নি। উদ্ধারকারী দল ৩৮০ ফুট গভীর খনি থেকে পাম্প করে পানি বের করছেন। এখানেই শ্রমিকরা আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সংবাদসূত্র: ইন্ডিয়া টুডে ভারী তুষারপাতে ৭ জনের মৃত্যু যাযাদি ডেস্ক আল্পস পবর্তমালায় কয়েক দিনের ভারী তুষারপাতের মধ্যে নানা দুঘর্টনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আল্পসের অস্ট্রিয়া, জামাির্ন ও ইতালি অংশে তুষার ধসের ঝঁুকির আশঙ্কা প্রকাশ করে বরফে ‘স্কি’ করতে যাওয়া লোকজনকে সতকর্ থাকার পরামশর্ দেয়া হয়েছে। অস্ট্রিয়ায় দুইস্থানে পৃথক তুষার ধসে স্কি করতে আসা দুই জামার্ন নাগরিক মারা গেছেন। সংবাদসূত্র: বিবিসি নিউজ দূষণে ছেয়ে গেছে কলকাতা যাযাদি ডেস্ক দূষণে ঝাপসা হয়ে যাওয়া দিল্লির ছবি দেখে কলকাতাবাসী নিশ্চিন্তে ছিলেন। কিন্তু আর স্বস্তিতে থাকতে পারছেন না তারা। দেখতে দেখতে দূষণে দিল্লিকে ছাপিয়ে যাচ্ছে কলকাতা। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বুধবার জরুরি বৈঠক ডেকেছেন পরিবেশমন্ত্রী। কলকাতার বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ এখন দিল্লির চেয়েও বেশি। সংবাদসূত্র: হিন্দুস্থান টাইমস