জাতির উদ্দেশে দেয়া ভাষণে অথর্ বরাদ্দ চাইলেন ট্রাম্প

হ ৮ মিনিটের ভাষণে সরকারের অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন ট্রাম্প হ এবারই প্রথম টেলিভিশনে প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দিলেন তিনি

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বাড়তে থাকা ‘মানবিক ও নিরাপত্তা সংকট’ নিরসনে সেখানে দেয়াল নিমার্ণ করতে পযার্প্ত অথর্ বরাদ্দ চেয়েছেন। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ৮ মিনিটের ভাষণে এ ছাড়াও তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন বলেও জানা গেছে। সংবাদসূত্র: বিবিসি নিউজ প্রেসিডেন্টের ওভাল অফিস থেকে দেয়া এ ভাষণ যুক্তরাষ্ট্রের সব বড় বড় টেলিভিশন নেটওয়াকের্ সম্প্রচারিত হয়। দেশবাসীর উদ্দেশে টেলিভিশনে দেয়া প্রথম এ ভাষণে ট্রাম্প দেয়াল নিমাের্ণ কংগ্রেসকে পাশ কাটিয়ে জরুরি অবস্থা জারি করতে পারেন বলে গুঞ্জন ছিল; যদিও মাকির্ন প্রেসিডেন্ট সে পথে হঁাটেননি। রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ডেমোক্র্যাটদের কারণেই কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা এখনো চলছে। মেক্সিকো সীমান্তের পরিস্থিতিকে ‘মানবিক হৃদয় ও আত্মার সংকট’ হিসেবেও অভিহিত করেন তিনি। ট্রাম্প বলেছেন, নতুন করে উত্তর আমেরিকান রাষ্ট্রগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে সেখান থেকে দেয়াল নিমাের্ণর অথর্ উঠে আসবে; যদিও চুক্তিটি এখনো অনুমোদিত হয়নি। অথর্নীতিবিদরা ট্রাম্পের এ ধারণাকে খারিজ করে দিয়েছেন বলে জানা গেছে। ভাষণে মাকির্ন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া মাদক হেরোইনের ৯০ শতাংশই মেক্সিকো থেকে আসে বলেও জানান। ডেমোক্র্যাটরা এখন সীমান্তে দেয়াল নিমাের্ণর বিরোধিতা করলেও এক যুগ আগে তারাই এর পক্ষে ছিল বলেও মনে করিয়ে দেন তিনি। ২০০৬ সালে সীমান্তের ৭০০ মাইলজুড়ে নিরাপত্তা বেষ্টনী নিমাের্ণর একটি প্রস্তাবে চাক শুমার, বারাক ওবামা, হিলারি ক্লিনটন ও জো বাইডেনের সায় ছিল বলে জানা গেছে। ট্রাম্প মেক্সিকো সীমান্তে ইস্পাতের দেয়াল নিমাের্ণ কংগ্রেসের কাছে মোট ৫৭০ কোটি ডলার চেয়েছেন। প্রেসিডেন্ট নিবার্চনের প্রচারে যে কোনো মূল্যে এ দেয়াল নিমাের্ণর প্রতিশ্রæতি ছিল তার। ডেমোক্র্যাটরা বলছেন, তারা সাধারণ মানুষের করের টাকায় দেয়াল নিমাের্ণর পক্ষপাতী নন। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে দেশটির কেন্দ্রীয় সরকারের এক-চতুথার্ংশ বিভাগ ও সংস্থায় দুই সপ্তাহর বেশি সময় ধরে অচলাবস্থা চলছে। ট্রাম্পের বক্তব্যের পর শীষর্ ডেমোক্র্যাট নেতারা দেয়াল নিমাের্ণর অথর্ পেতে ট্রাম্প মাকির্ন জনগণকে জিম্মি করছেন বলে অভিযোগ করেছেন। ১৮ দিন ধরে চলা যুক্তরাষ্ট্রের ইতিহাসের দ্বিতীয় সবোর্চ্চ এ অচলাবস্থার কারণে লাখ লাখ সরকারি কমীর্ বেকার অবস্থায় বসে আছে। ট্রাম্পের ভাষণের পর মাকির্ন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি শিগগিরই অচলাবস্থা নিরসনে ব্যবস্থা নিতে ট্রাম্পের প্রতি আহŸান জানিয়েছেন। একই আহŸান জানিয়েছেন সিনেটের সংখ্যালঘু অংশের নেতা চাক শুমারও। ট্রাম্প ভয় দেখিয়েছেন, তথ্য নয়। বিভেদ দেখিয়েছেন, একতা নয়। যুক্তরাষ্ট্রের প্রতীক হওয়া উচিত স্ট্যাচু অব লিবাটির্ই, ৩০ ফুটের দেয়াল নয়, বলেছেন নিউ ইয়কের্র এ ডেমোক্র্যাট সিনেটর।