থাইল্যান্ডে স্কুলে বন্দুকধারীর হামলা

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীদের হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। নিহতরা পাত্তানি প্রদেশের একটি স্কুলের প্রহরার কাজে নিয়োজিত ছিল। বৃহস্পতিবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। মাকির্ন বাতার্ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে। পাত্তানি প্রদেশে ২০০৪ সালে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহের পর সম্প্রতি শুরু হওয়া একের পর এক হামলার সবের্শষ ঘটনা এটি। পুলিশের লেফটেন্যান্ট কনের্ল উইচা নুপান্নই জানান, অজ্ঞাত সংখ্যক হামলাকারী র?্যাঞ্জারদের পোশাক করে নিরাপত্তারক্ষীদের গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে চারটি এইচকে৩৩ অ্যাসল্ট রাইফেল নিয়ে গেছে বলেও জানান ওই পুলিশ কমর্কতার্।