আইএসের হামলায় ৫ ব্রিটিশ সেনা নিহত

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ার দেইর আইজ জোর প্রদেশে জঙ্গি গোষ্ঠী আইএসের রকেট হামলায় অন্তত পঁাচ ব্রিটিশ সেনা নিহত হয়েছেন। প্রদেশের আল শাফ গ্রামে এই রকেট হামলা চালায় আইএস। ২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তবে বিগত কয়েক মাসে ব্যাপক সামরিকস ক্ষয়ক্ষতির মুখে পড়েছে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্তৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। তবে ছোট ছোট কিছু এলাকায় এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা। রুশ বাতার্ সংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানায়, হামলায় ব্রিটেনের আরও কয়েকজন সেনা আহত হয়েছে। তবে ব্রিটেন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।