সিরিয়া থেকে সামরিক সরঞ্জাম প্রত্যাহার শুরু যুক্তরাষ্ট্রের

প্রকাশ | ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সামরিক সরঞ্জাম প্রত্যাহার করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক কমর্কতাের্ক উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে তুকির্ বাতার্ সংস্থা আনাদোলু এজেন্সি। নাম প্রকাশ না করার শতের্ ওই কমর্কতার্ বলেন, কিছু সরঞ্জাম সরানো শুরু হয়েছে। ২০১৮ সালের ১৯ ডিসেম্বর সিরিয়া থেকে মাকির্ন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার পোস্টে তিনি বলেন, আমরা সিরিয়ায় আইএস-কে পরাজিত করেছি। ট্রাম্পের প্রেসিডেন্সিতে শুধু আইএস-কে হটানোর জন্যই তাদের সেখানে (সিরিয়া) রাখা হয়েছিল। সামরিক সরঞ্জাম প্রত্যাহার নিয়ে বিস্তারিত কিছু জানাননি ওই কমর্কতার্। তিনি জানান, নিরাপত্তার স্বাথের্ই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এর আগে মাকির্ন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে দাবি করেছিল যে মাকির্ন কেন্দ্রীয় কমান্ড জাহাজ, বিমান ও স্থলভাগের সামরিক সরঞ্জাম চিহ্নিত করেছে যেগুলো ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেকে। সবচেয়ে আলোচিত নাম পদত্যাগী প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। আফগানিস্তান ও সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মতো কিছু সিদ্ধান্তের বিরোধিতার সূত্রে তিনি পদত্যাগ করেন।