সাংবাদিক খুনেও দোষী ধমর্গুরু রাম রহিম

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ধমর্গুরু রাম রহিম সিং
আশ্রমের ভেতরে দুই নারী ভক্তকে ধষের্ণর দায়ে বছরখানেকেরও বেশি সময় ধরে জেলে থাকা ভারতের বিতকির্ত ধমর্গুরু রাম রহিম সিং এবার সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে খুন করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার হরিয়ানার বিশেষ আদালত তিন সহযোগীসহ তাকে দোষী সাব্যস্ত করে। ছত্রপতিকে গুলি করে হত্যার দায়ে বৃহস্পতিবার এ চারজনের সাজা ঘোষণা করা হবে বলে জানা গেছে। সংবাদসূত্র: এনডিটিবি উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সিরসায় ডেরা সাচ্চা সওদা আশ্রমের সদর দপ্তরে নারী নিযার্তনের ঘটনা সম্পকির্ত একটি চিঠি নিজের পত্রিকা ‘পুরা সাচ’-এ তুলে ধরেন রাম চান্দের ছত্রপতি। ২০০২ সালে রাম রহিমের অজ্ঞাত পরিচয়ের এক ভক্তের লেখা ওই চিঠিতে আশ্রমের ভেতর নানা ধরনের যৌন হয়রানির ঘটনার বিবরণ দেয়া হয়, যা বিতকির্ত এ ধমর্গুরুর মুখোশ উন্মোচনে বড় ধরনের ভূমিকা রাখে। হিন্দিভাষী এ পত্রিকায় এমন চিঠি ছাপার পরই ক্ষেপে যান ডেরা সাচ্চা সওদার প্রধান। সহযোগীদের ‘পুরা সাচ’ পত্রিকার সম্পাদককে হত্যারও নিদের্শ দেন তিনি। চিঠি ছাপা হওয়ার ৫ দিন পর ওই বছরের ২৪ অক্টোবর রাম রহিমের সহযোগীরা বাড়ির বাইরে ছত্রপতিকে গুলি করে। আহত সাংবাদিক চিকিৎসাধীন অবস্থায় নভেম্বরে মারা যান। ‘পুরা সাচ’-এ ছাপা হওয়া ওই চিঠির সূত্র ধরেই রাম রহিমের বিরুদ্ধে অভিযোগের বিস্তৃত তদন্ত শুরু হয়। যার ধারাবাহিকতায় ২০১৭ সালের আগস্টে হরিয়ানার আদালত ধষের্ণর দায়ে বিতকির্ত এ ধমর্গুরুকে ২০ বছরের কারাদÐও দেয়। ডেরা সাচ্চা সওদাপ্রধানের ওই সাজাকে ঘিরে ভারতজুড়ে বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে ভক্ত-অনুসারীদের রক্তক্ষয়ী সংঘষের্ অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছিল। শুক্রবার রাম রহিমের সঙ্গে তার তিন সহযোগী- কুলদীপ সিং, নিমর্ল সিং ও কৃষাণ লালকেও দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। হরিয়ানার পঁাচকুলার বিশেষ আদালতে ৫১ বছর বয়সী বিতকির্ত এ ধমর্গুরুকে এদিন ভিডিও লিংকের মাধ্যমে হাজির করা হয়; অন্য অভিযুক্তরা ছিলেন সশরীরেই।