প্রেসিডেন্ট নিবার্চনে লড়বেন তুলসি

প্রকাশ | ১৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
কংগ্রেস সদস্য তুলসি গ্যাবাডর্
২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিবার্চনে ডেমোক্র্যাট প্রাথীর্ হিসেবে প্রতিদ্ব›িদ্বতার ঘোষণা দিয়েছেন কংগ্রেস সদস্য তুলসি গ্যাবাডর্। হাউস অব রিপ্রেজেন্টেটিভে হাওয়াইয়ের প্রতিনিধি গ্যাবাডর্ মাকির্ন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তার ইচ্ছার কথা জানিয়েছেন। শনিবার রাতে প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি আগামী সপ্তাহে তার প্রাথির্তার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন। প্রথম হিন্দু ধমার্বলম্বী হিসেবে কংগ্রেস সদস্য নিবাির্চত হয়েছিলেন ৩৭ বছর বয়সী গ্যাবাডর্। ইরাক যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতাও রয়েছে তার। ডেমোক্র্যাট প্রাথীর্ হিসেবে প্রেসিডেন্ট নিবার্চনে অংশ নিতে হলে তাকে শক্ত প্রতিদ্ব›িদ্বতার মুখে পড়তে হবে। ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন এরই মধ্যে কমিটি গঠন করে ফেলেছেন। প্রাথমিক অঙ্গরাজ্যগুলোতে সফরও শুরু করেছেন তিনি। ক্যালিফোনির্য়ার সিনেটর কমলা হ্যারিস, নিউজাসির্র সিনেটর কোরি বুকার এবং ভারমোন্টের সিনেটর বানির্ স্যান্ডাসর্ও প্রেসিডেন্ট পদে প্রাথীর্ হতে প্রতিদ্ব›িদ্বতার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। ওবামা প্রশাসনের আবাসন প্রধান জুলিয়ান কাস্ত্রোও শনিবার তার প্রাথির্তার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।