চীনে কয়লাখনির ছাদ ধসে নিহত ২১

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনের উত্তরাঞ্চলের শানজি প্রদেশে একটি কয়লাখনির ছাদ ধসে ২১ জন নিহত হয়েছেন। রোববার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বেসরকারি বাইজি মাইনিং কোম্পানির খনিতে এ দুঘর্টনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই খনিশ্রমিক। চীনের গণমাধ্যমের করা প্রতিবেদনে জানানো হয়, ঘটনার সময় ওই খনিতে ৮৭ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ৬৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২১ জন ভূগভের্ আটকা পড়েন। পরে তাদের মৃত উদ্ধার করা হয়। উদ্ধারকমীর্রা প্রথমে আটকেপড়া দু’জন খনিশ্রমিককে উদ্ধারে তল্লাশি অভিযান চালান। এ সময় ১৯ জনকে মৃত অবস্থায় পান তারা। পরে আরও দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঠিক কী কারণে এই দুঘর্টনা ঘটেছে তা এখনো জানা যায়নি। চীনে প্রায়ই ভয়াবহ খনি দুঘর্টনা ঘটে থাকে। রাষ্ট্রীয় মালিকানাধীন খনিগুলোর চেয়ে বেসরকারি মালিকানাধীন খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি থাকায় এ সব দুঘর্টনা ঘটে। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি খনিতে দুঘর্টনায় ৭ জন নিহত হন, আহত হন ৩ জন। এর আগে গত অক্টোবরে শানডং প্রদেশে খনি দুঘর্টনায় নিহত হন ২১ জন। চীনের ন্যাশনাল কোল মাইন সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশটির বিভিন্ন জায়গায় খনি দুঘর্টনায় ৩৭৫ জন নিহত হয়েছেন। সংবাদসূত্র: সিনহুয়া