ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরানে হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র। গত বছরের সেপ্টেম্বরে বাগদাদের অত্যন্ত সুরক্ষিত ক‚টনৈতিক পাড়া গ্রিন জোনের ভেতরে মটার্র হামলার জন্য তেহরানই দায়ী বলে মনে করে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জেরে গত সপ্তাহে ইরানে হামলা চালানোর জন্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা দল পেন্টাগনের কাছে উপায় জানতে চেয়েছে। রোববার সূত্রের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে বাতার্ সংস্থা রয়টাসর্। ওই প্রতিবেদনে বলা হয়, জাতীয় নিরাপত্তা দলের অনুরোধে হামলার ছক কষেছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জানাের্লর বরাত দিয়ে রয়টাসের্র খবরে জানানো হয়, বিষয়টি নিয়ে পেন্টাগন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমর্কতাের্দর মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। পেন্টাগন যে ছক কষেছে, তা এখনো হোয়াইট হাউসকে দেয়া হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি। এমনকি এ বিষয়ে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড অবহিত কি না, তাও বলা হয়নি ওই প্রতিবেদনে। গত বছরের সেপ্টেম্বরে বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের ভেতরে তিনটি মটার্র গিয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস বাগদাদের ওই গ্রিন জোনের ভেতরে। এখানে ইরাকের পালাের্মন্ট ভবন, সরকারি বিভিন্ন দপ্তর ও অনেক বিদেশি দূতাবাসও আছে। গত কয়েক বছরের মধ্যে ওই প্রথম গ্রিন জোনের ভেতরে মটার্র হামলা চালানো হয়। এ ঘটনার দুদিন পর বসরায় মাকির্ন কনস্যুলেটের কাছে রকেট হামলা হয়। তবে ওই হামলায়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।