বিক্ষোভ দমনে ফরাসি প্রেসিডেন্টের চিঠি

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখেঁা
দুই মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভের মুখে এবার ভিন্ন কৌশল নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখেঁা। তিনি তিন মাসের জাতীয় বিতকর্ আয়োজনের কথা বলেছেন। সেই বিতকর্ থেকে উঠে আসা নতুন ধারণাগুলো গ্রহণ করবেন বলে প্রতিশ্রæতি দিয়েছেন। ফ্রান্সের জনগণের উদ্দেশে ২ হাজার ৩৩০ শব্দের চিঠিতে এমানুয়েল ম্যাখেঁা এই আহŸান জানিয়েছেন। চিঠিতে তিনি জনগণের কাছে বেশ কিছু প্রশ্ন রেখে মতামত দেয়ার আহŸান জানিয়েছেন। ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভ দমনে তার এই চিঠি-কৌশল কাজ করবে বলে তিনি আশাবাদী। ফ্রান্সে নয় সপ্তাহ ধরে দফায় দফায় বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা উচ্চ দৃষ্টিগোচর রঙের জ্যাকেট পরেন বলে এটার নামকরণ হয়েছে ‘ইয়েলো ভেস্ট’। সরকারবিরোধী এই বিক্ষোভ প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে, দেশটির অথর্নীতিকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। চিঠিতে ম্যাখেঁা বলেন, আমার জন্য কোনো ইস্যুই নিষিদ্ধ নয়। আমরা সবকিছুতেই একমত হই না, গণতন্ত্রে এটাই স্বাভাবিক। তবে আমরা এটা অন্তত দেখাতে পারব যে, আমরা আলোচনা, মতবিনিময় ও বিতকের্ ভীত নই। চিঠিতে ম্যাখেঁা আরো জানিয়েছেন, তিনি তার নিবার্চনী প্রতিশ্রæতি পূরণে বিশ্বস্ত থাকবেন এবং সম্পদের ওপর কর বাতিলের মতো বাণিজ্যবান্ধব কিছু অথৈর্নতিক সংস্কারে পক্ষেই থাকবেন। সম্পদের ওপর কর বাতিলের কারণে তাকে ‘ধনীদের প্রেসিডেন্ট’ বলে আখ্যায়িত করা হচ্ছে ফ্রান্সজুড়ে। প্রেসিডেন্ট ম্যাখেঁার চিঠিটি ফ্রান্সের সংবাদপত্রগুলোয় প্রকাশ করা হয়েছে। তিনি জনগণের উদ্দেশে অনেক প্রশ্ন রেখেছেন। শহরের বিভিন্ন বৈঠক ও অনলাইনে এসব প্রশ্নের উত্তর জনগণ পাঠাবেন বলে প্রেসিডেন্ট আশা করেন। জনগণের উদ্দেশে মাখেঁার করা প্রশ্নের মধ্যে রয়েছেÑ কোনো ধরনের কর বাদ দেয়া উচিত বলে আপনি মনে করেন? জাতীয় আয়-ব্যয়ের ক্ষেত্রে কোনটিকে অগ্রাধিকার দেয়া উচিত? এখানে প্রশাসনিক স্তর কি খুব বেশি? ম্যাখেঁা বলেছেন, বিতকের্র মাধ্যমে প্রস্তাব এলে তা নতুনভাবে জাতির সঙ্গে যোগাযোগে সহায়তা করবে। এটা সরকারের নীতি প্রণয়ন এবং ইউরোপীয় ও আন্তজাির্তক ইস্যুতে ফ্রান্সের অবস্থানের ওপর প্রভাব ফেলবে। প্রেসিডেন্ট জানান, আগামী ১৫ মাচর্ পযর্ন্ত বিতকর্ চলবে। এই সময়ের মধ্যে তিনি নিজেও তার মতামত দেবেন। তিনি আরো বলেন, এভাবেই আমি ক্ষোভকে সমাধানের দিকে নিয়ে যেতে চাই।