সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চরম খাদ্য সংকটে ফিলিস্তিন যাযাদি ডেস্ক ফিলিস্তিনে কাযর্ক্রম বন্ধ করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কমর্সূচি (ডবিøওএফপি)। তহবিল সংকটের কারণে দেশটিতে কাযর্ক্রম বন্ধ করেছে সংস্থাটি। এ কারণে চরম খাদ্য সংকটে পড়েছে ফিলিস্তিন। ডবিøওএফপির ফিলিস্তিনের ডিরেক্টর স্টিফেন কিয়েরনি জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে পশ্চিম তীরের প্রায় ২৭ হাজার মানুষ জাতিসংঘের খাদ্য সহায়তা পাচ্ছে না। গাজায় এক লাখ ৬৫ হাজার মানুষকে সহায়তাও বন্ধ হয়ে গেছে। তিনি জানান, গত চার বছর ধরে তহবিল সংগ্রহে ভাটা পড়ায় ফিলিস্তিনে সহায়তা বন্ধ হয়ে গেছে। তবে এই কমর্সূচিতে যুক্তরাষ্ট্র তার অথর্ সহায়তা বন্ধ করে দেয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। সংবাদসূত্র : আল-জাজিরা অন্যরকম গুপ্তচর তিনি! যাযাদি ডেস্ক পরনে সবুজ শাড়ি। চুল উল্টো করে বঁাধা। আর মুখে মিষ্টি হাসি। এই হাসিতেই ফেঁসে গিয়েছিলেন এক ভারতীয় সেনা। ‘এক’ বললে অবশ্য কিছুই বলা হয় না। আসলে ফেঁসে গিয়েছিলেন ৫০ জন ভারতীয় সেনা। আর এই সেনাদের মারফতই সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানে চালান করে দিচ্ছিল এই পাকিস্তানি গুপ্তচর। সম্প্রতি তথ্য পাচারের সময় এক জওয়ানকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। আর এর পরই সামনে আসে এই চক্র। ওই সেনার নাম সোমবীর সিংহ। সোমবীর বতর্মানে জয়সলমীরে রয়েছেন। তাকে জেরা করেই ওই নারীর কথা জানতে পারে সেনা গোয়েন্দারা। সংবাদসূত্র: আনন্দবাজার। সুদানে বিক্ষোভে নিহত ২৪ যাযাদি ডেস্ক আফ্রিকার দেশ সুদানে গত মাসে শুরু হওয়া বিক্ষোভে এখন পযর্ন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ বিক্ষোভের কারণ অনুসন্ধানে সুদান সরকারের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান আমির ইব্রাহিম এ তথ্য দেন। খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি ও নগদ অথের্র সংকটের কারণে গত ডিসেম্বরে এই আন্দোলনের সূত্রপাত। কিন্তু একমাস দীঘর্ এই আন্দোলন এখন সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। তবে আন্তজাির্তক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সুদানের সরকারবিরোধী বিক্ষোভে এখন পযর্ন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছেন। সংবাদসূত্র: আল-জাজিরা ইউরোপজুড়ে তুষারধস যাযাদি ডেস্ক ইউরোপজুড়ে চলমান তীব্র শীত ও তুষারচাপায় নিহতের সংখ্যা বেড়ে দঁাড়িয়েছে ২১ জনে। বন্ধ রয়েছে স্কি রিসোটর্ ও পাহাড়ি গ্রামগুলো। তুষারে চাপা পড়ে বন্ধ হয়ে গিয়েছে স্বাভাবিক যোগাযোগ। আগামী কয়েকদিনে এই তীব্রতা আরও বাড়তে পারে। অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নেই স্বাভাবিক যোগাযোগব্যবস্থা। সুইজারল্যান্ডে রাস্তা থেকে তুষার সরানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা কাজ করে যাচ্ছেন স্থানীয়রা। সেখানে একটি হোটেল ৩০০ মিটার প্রশস্ত তুষারের নিচে চাপা পড়েছে। এ ছাড়া বুলগেরিয়ায় বৈরী আবহাওয়ায় প্রাণ হারিয়েছে দুইজন। সংবাদসূত্র: বিবিসি নিউজ