সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০

অনলাইন ডেস্ক
সান্তোখ সিং চৌধুরী
ভারত জোড়ো যাত্রায় হার্ট অ্যাটাকে এমপির মৃতু্য ম যাযাদি ডেস্ক ভারতের জাতীয় কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'য় অংশ নিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন এমপি সান্তোখ সিং চৌধুরী। তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্থানীয় সময় শনিবার সকাল ৭টার দিকে ফিলস্নুর নামক একটি স্থানে রাহুল গান্ধীর পাশেই হাঁটছিলেন পাঞ্জাবের এমপি সান্তোখ সিং চৌধুরী। এ সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে যান কংগ্রেসের এই নেতা। দ্রম্নত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভারত জড়ো যাত্রা থামিয়ে রাহুল গান্ধী নিজেও হাসপাতালে যান। পরে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন রাহুল গান্ধী। সেখানে দেখা যায়, সকালেও সান্তোখ সিং চৌধুরী তার সঙ্গে একই সঙ্গে ভারত জোড়ো যাত্রায় হাঁটছেন। এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সান্তোখ সিংয়ের মৃতু্যতে শোক জানিয়েছেন। টুইটে তিনি বলেছেন, 'এমপি সান্তোখ সিং চৌধুরী জি-র মৃতু্যতে আমি মর্মাহত। পাঞ্জাবের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখায় তিনি সবার মনে থাকবেন। তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি।' পেশায় আইনজীবী ছিলেন সান্তোখ সিং চৌধুরী। ২০১৪ ও ২৯১৯ সালে পাঞ্জাবের জলন্ধর আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। এর আগে সান্তোখ সিং চৌধুরী পাঞ্জাব সরকারের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্বও পালন করেন। সংবাদসূত্র : এবিপি নিউজ এনডিটিভির প্রেসিডেন্টসহ কয়েক নির্বাহীর পদত্যাগ ম যাযাদি ডেস্ক ভারতের 'নিউ দিলিস্ন টেলিভিশন লিমিটেড' (এনডিটিভি) জানিয়েছে, তাদের প্রেসিডেন্ট সুপর্ণা সিংসহ আরও কয়েকজন ঊর্ধ্বতন নির্বাহী পদত্যাগ করেছেন। ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রম্নপ সম্প্রচার মাধ্যমটির ৬৫ শতাংশের মতো মালিকানার নিয়ন্ত্রণ নেওয়ার এক মাসের কম সময়ের মধ্যে সুপর্ণাসহ অন্যদের পদত্যাগের এ ঘোষণা এলো। গত ডিসেম্বরে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে দুই প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের পদত্যাগের পর এনডিটিভির কৌশল বিষয়ক প্রধান কর্মকর্তা আরিজিৎ চট্টোপাধ্যায় এবং প্রযুক্তি ও পণ্য বিষয়ক প্রধান কর্মকর্তা কাওয়ালজিৎ সিংও দায়িত্ব ছেড়ে দেন। পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের আগে প্রণয় ও রাধিকা তাদের মালিকানার বেশিরভাগটাই আদানি গ্রম্নপের কাছে বিক্রি করে দিয়েছিলেন। ওই পদক্ষেপের ফলে মাত্র চার মাসের চেষ্টাতেই ধনকুবের গৌতম আদানি নেতৃত্বাধীন কোম্পানিগুলোর কাছে সম্প্রচার মাধ্যমটির নিয়ন্ত্রণ চলে যায়। এই সময়ের মধ্যে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা বলে এনডিটিভি ওই শেয়ার হস্তান্তর ঠেকাতে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। সংবাদসূত্র : রয়টার্স জেরুজালেমে স্থিতাবস্থা রক্ষার আহ্বান ম যাযাদি ডেস্ক জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষা এবং ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  তিনি বলেছেন, 'আমি আবারও উলেস্নখ করছি, আমাদের অবশ্যই জেরুজালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখতে হবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো উদ্যোগ এড়িয়ে ব্যবস্থা রক্ষা করা অপরিহার্য। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আরব গ্রম্নপের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  গুতেরেস বলেন, জাতিসংঘ ইসরাইলের অস্তিত্ব এবং নিরাপত্তায় বসবাসের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। একই সময়ে, বসতি নির্মাণ, উচ্ছেদ, বাড়িঘর ধ্বংস শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যেই নয়, অন্যদের মধ্যেও বিশাল ক্ষোভ ও হতাশার সৃষ্টি করছে।  তিনি আরও বলেন, 'আমি যা বিশ্বাস করি তা হলো- এ ক্ষেত্রে কোনো বিকল্প নেই, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করা এমন কিছু যা চিরকালের জন্য মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করবে।' সংবাদসূত্র : রয়টার্স সৃষ্টিকর্তাকে 'নিষ্ঠুর' বলায় পাকিস্তানে যুবক গ্রেপ্তার ম যাযাদি ডেস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সৃষ্টিকর্তাকে 'নিষ্ঠুর' অভিহিত করায় পাকিস্তানে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ধর্ম অবমাননার কঠিন আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। পাকিস্তানের বস্নাসফেমি বা ধর্ম অবমাননায় অভিযুক্ত ব্যক্তিকে মৃতু্যদন্ড দেওয়ার বিধান রয়েছে। দেশটিতে এ আইনের অন্যতম প্রধান সমস্যা হলো- কী করলে বা বললে এটি ধর্ম অবমাননার শামিল হবে, সেটির পরিষ্কার কোনো ব্যাখ্যা নেই। ওই যুবকের ছদ্মনাম 'প্রেম কুমার'। ২০২২ সালের ২২ নভেম্বর হঠাৎ করে নিখোঁজ হন তিনি। এরপর তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। অবশেষে ২৭ ডিসেম্বর প্রেম কুমারের খোঁজ মেলে। কিন্তু পরিবারের সদস্যরা জানতে পারেন ধর্ম অবমাননার কারণে তিনি জেলে আছেন। সংবাদসূত্র : ডন অনলাইন