হোয়াইট হাউসে ফাস্টফুড দিয়ে অতিথি আপ্যায়ন!

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
খাবার সরবরাহ ও পরিবেশন কমীর্র ঘাটতি থাকায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল দ্য ক্লেমসন টাইগাসের্ক মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শুধু ৩০০ বাগার্র, ফ্রেঞ্চ ফ্রাই ও পিৎজা দিয়ে আপ্যায়ন করিয়েছেন। এই ঘটনার জন্য চার সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারের অচলাবস্থাকে দায় দিয়েছেন তিনি Ñরয়টাসর্
খাবার সরবরাহ ও পরিবেশন কমীর্র ঘাটতি থাকায় ফাস্ট ফুড দিয়েই হোয়াইট হাউসে অতিথি আপ্যায়ন সেরেছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার জন্য চার সপ্তাহ ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় চলা আংশিক অচলাবস্থাকে দায় দিয়েছেন তিনি। সোমবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল দ্য ক্লেমসন টাইগাসের্ক হোয়াইট হাউসে স্বাগত জানান। মাকির্ন প্রেসিডেন্ট তাদের ৩০০ বাগার্র, ফ্রেঞ্চ ফ্রাই ও পিৎজা দিয়ে আপ্যায়ন করেন বলে জানা গেছে। অচলাবস্থার কারণে বাইরে গিয়ে আমার খরচে আমেরিকান ফাস্ট ফুড অডার্র করেছি, সাংবাদিকদের এমনটাই জানান প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদসূত্র: বিবিসি নিউজ বাজেটে মেক্সিকো সীমান্তে দেয়াল নিমাের্ণর বরাদ্দ নিয়ে কংগ্রেস ও হোয়াইট হাউসের মতবিরোধে সৃষ্ট এ অচলাবস্থায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অনেক কাযর্ক্রমই বন্ধ হয়ে আছে। রেকডর্ ২৪ দিন ধরে চলা এ ‘অচলাবস্থায়’ হোয়াইট হাউসের আবাসিক কমীর্সহ যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৮ লাখ সরকারি কমর্কতার্-কমর্চারীকে হয় বাধ্যতামূলক ছুটি, নয়তো বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হচ্ছে। দেয়াল নিমাের্ণর বরাদ্দ ছাড়া কংগ্রেস থেকে আসা কোনো বাজেট বিলে স্বাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে থাকা ডেমোক্র্যাটরাও দেয়াল নিমাের্ণ প্রেসিডেন্টের চাওয়া অনুযায়ী ৫৭০ কোটি ডলার বরাদ্দে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে ব্যয়সংক্রান্ত নতুন বিল অনুমোদন না হওয়া পযর্ন্ত বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও গোয়েন্দা সংস্থার কমীের্দর। আমাদের কাছে পিৎজা আছে, আছে ৩০০ হ্যামবাগার্র, অনেক অনেক ফ্রেঞ্চ ফ্রাই। সবই আমাদের প্রিয় খাবার। আমরা যখন চলে যাব, তখন কী অবশিষ্ট থাকে তা দেখতে চাই। কারণ আমার মনে হচ্ছে খুব বেশি কিছু থাকবে না, সোমবার স্টেট ডাইনিং রুমে উপস্থিত অতিথিদের সামনে বলেন ট্রাম্প। প্রেসিডেন্টের প্রিয় ফাস্ট ফুডের নাম কি, এক সংবাদিকের করা এ প্রশ্নের জবাবে দুই বছর আগে হোয়াইট হাউসের বাসিন্দা হওয়া ট্রাম্প জানান, তিনি সব ধরনের ফাস্ট ফুডই পছন্দ করেন। যদি এটি আমেরিকান হয়, আমি পছন্দ করব। আমি সব আমেরিকান পণ্যই পছন্দ করি, বলেন তিনি। ট্রাম্প বলেছেন, চলমান অচলাবস্থার কারণে হোয়াইট হাউসে এ অতিথিদের আগমন বাতিল হয়ে যাক, তা চাননি তিনি। তবে এ দিন অতিথি আপ্যায়নে প্রেসিডেন্টের পকেট থেকে কত ডলার খরচ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে ভাষ্য বিবিসির। সোমবার নিউ অরলিয়ন্সের এক সম্মেলনে ট্রাম্প কৃষকদের উদ্দেশে বলেছেন, প্রতিশ্রæত সীমান্ত দেয়াল নিমাের্ণর জন্য তার লড়াই অব্যাহত থাকবে। যখন মাকির্ন জনগণকে নিরাপদে রাখার বিষয়টি সামনে চলে আসে, তখন আমি কিছুতেই, কখনোই পিছু হটি না, বলেছেন তিনি। সোমবার পেন্টাগন মেক্সিকো সীমান্তে তাদের সামরিক মিশনের মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বর পযর্ন্ত বাড়ানোর কথাও জানিয়েছে।