পুণ্যস্নানের আকাক্সক্ষায় কুম্ভমেলায় কোটি মানুষের ভিড়

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
গঙ্গা ও যমুনার সংযোগস্থলে স্নানের মাধ্যমে পুণ্য অজের্নর লক্ষ্যে কোটি কোটি মানুষ ভারতের এলাহাবাদে সনাতনধমার্লম্বীদের পবিত্র কুম্ভ মেলায় জড়ো হচ্ছেন। সাত সপ্তাহের বিশ্ব ইতিহাসের অন্যতম বড় এ মিলনমেলায় এবার ১২ কোটির বেশি দশর্নাথীর্র দেখা মিলবে বলে আশা আয়োজকদের Ñআউটলুক ইনডিয়া
গঙ্গা ও যমুনার সংযোগস্থলে গোসলের মাধ্যমে পুণ্য অজের্নর লক্ষ্যে কোটি কোটি মানুষ ভারতের এলাহাবাদে সনাতনধমীের্দর পবিত্র কুম্ভমেলায় জড়ো হচ্ছেন। বিশ্ব ইতিহাসের অন্যতম বড় এই সমাবেশের প্রথম দিনই অন্তত দেড় কোটি মানুষ পুণ্যস্নান করবেন বলে ধারণা করা হচ্ছে। সাত সপ্তাহের এই মিলনমেলায় এবার ১২ কোটির বেশি দশর্নাথীর্র দেখা মিলবে বলে আশা আয়োজকদের। হিন্দু ধমার্বলম্বীদের বিশ্বাস, কুম্ভমেলার সময় পবিত্র দুই নদী গঙ্গা ও যমুনার পানিতে গোসল করলে পাপ মুছে যায়, মেলে পরিত্রাণ। পুণ্যলাভের আশায় ‘সঙ্গম’ নামে পরিচিত দুই নদীর মিলনস্থলে মঙ্গলবার ভোর থেকেই ছিল ভক্ত-অনুসারিদের ভিড়। গায়ে ছাই মেখে স্নানে নামা সাধুদের কণ্ঠে শোনা যায় ‘হর হর গঙ্গা’ ধ্বনি। সংবাদসূত্র: বিবিসি নিউজ নাগা সাধুরা থাকলেও উত্তরাঞ্চলীয় শহর এলাহাবাদের এই উৎসবের মূল আকষর্ণ- লাখ লাখ পযর্টক; নারী-পুরুষ, তৃতীয় লিঙ্গের মানুষের সপ্রাণ উপস্থিতি। ২০১৩ সালে প্রথমবার নারীরা এই মেলায় পুণ্যস্নানের অনুমতি পেয়েছিলেন। অন্যদিকে এবার উৎসবের প্রথম দিন মঙ্গলবার সকালেই কয়েকশ তৃতীয় লিঙ্গের মানুষ নদীর পানিতে শরীর ভেজায়। প্রতিবারের মতো এবারও ১০ লাখের বেশি পযর্টক এই মিলনমেলায় হাজির হবেন বলে আশা প্রশাসনিক কমর্কতার্ রাজীব রাইয়ের। তিনি এবং অন্য আয়োজকরা এক বছরেরও বেশি সময় ধরে মেলার প্রস্তুতিতে কাজ করেছেন। শেষ মুহ‚তের্র প্রস্তুতি চলছে। সব ধমীর্য় অংশকে তাদের গোসল ও রীতিনীতি পালনের জন্য সময় নিদির্ষ্ট করে দেয়া হয়েছে। হট্টগোল যেন না বাধে সে জন্য ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন পরিকল্পনা হয়েছে। মেলা প্রাঙ্গণ পথচারীদের জন্যই কেবল উন্মুক্ত থাকবে, বলেছেন তিনি। পুণ্যাথীর্রা বলছেন, তারা এসেছেন ‘গঙ্গা মায়ের ডাকে সাড়া দিতে’। আমরা বিশ্বাস করি, এখানে গোসল করলে সব পাপ ধ্বংস হয়ে যাবে, বলেন পুণ্যস্নানে আসা কৃষক প্রমোদ শমার্। শাবজি রাজা নামের আরেক সনাতন ধমার্বলম্বী বলছেন, এখানকার পানির সঞ্জীবনী ক্ষমতা রয়েছে। এখানে গোসল আপনার অসুস্থতা নিরাময় করতে পারে, পারে পথের সব বাধা সরিয়ে নিতে, মন্তব্য তার। এলাহাবাদে শত শত বছর ধরে এই কুম্ভমেলা চললেও গত দুই দশক ধরে এটি বিরাট উৎসবে পরিণত হয়েছে বলে জানিয়েছে। বছরের মাঝামাঝি লোকসভা নিবার্চনকে কেন্দ্র করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পাটির্ (বিজেপি) এবারের মেলায় তুলনামূলক বেশি জমায়েত করবে বলেও মনে করা হচ্ছে।