রাখাইনে অতিরিক্ত সেনা মোতায়েন মিয়ানমারের

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
পুলিশ ফঁাড়িতে আরাকান আমির্র হামলার পর রাখাইন রাজ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে মিয়ানমার। হামলার পর থেকে সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে। এরই মধ্যে রাখাইনের গ্রামগুলোতে জাতিসংঘসহ বিভিন্ন ত্রাণ ও এনজিও’র প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৪ জানুয়ারি মিয়ানমারের স্বাধীনতা দিবসে মিয়ানমারের বডার্র পুলিশের ফঁাড়িতে হামলা চালায় আরাকান আমির্র সদস্যরা। হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত ও অপর ৯ জন আহত হয়। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী আরকান আমির্র কমান্ডারকে উদ্ধৃত করে জানায়, সরকারি সেনারা আকাশ ও সড়ক পথে রাখাইনে আসছে। ডিসেম্বরে বিদ্রোহীদের ওপর সেনাবাহিনীর হামলায় পুলিশ সহযোগিতা করার কারণে আরাকান আমির্ এই হামলা চালিয়েছে। রাজধানী নেপিদোতে মিয়ানমারের সামরিক প্রধান ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি বিদ্রোহীদের নিশ্চিহ্ন করার আহŸান জানিয়েছেন। সরকারের মুখপাত্র জাউ হত্যায়, আরাকান রোহিঙ্গা সালভেশন আমির্র সঙ্গে আরাকান আমির্র সম্পকর্ রয়েছে বলে দাবি করেছেন। এই অভিযোগ অস্বীকার করেছে আরাকান আমির্। আরসা রাখাইনের মুসলিম জনগোষ্ঠীর সশস্ত্র সংগঠন। আর আরাকান আমির্র সদস্যরা মূলত বৌদ্ধ ধমার্বলম্বী। উভয় সংগঠনই রাখাইনের বদলে রাজ্যটির পুরনো নাম আরাকান ব্যবহার করছে। ২০০৯ সালে ২৬ জন আরাকানি একত্রিত হয়ে আরাকান আমির্ গড়ে তুলেন। এখন সংগঠনটিতে আধুনিক অস্ত্রে সজ্জিত কয়েক হাজার যোদ্ধা রয়েছে। সংবাদসূত্র: বিবিসি