চীনে কানাডীয়র মৃত্যুদÐাদেশ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনের একটি আদালত সোমবার কানাডার এক ব্যক্তিকে মৃত্যুদÐের আদেশ দিয়েছে। মাদক চোরাচালানের দায়ে এই দÐাদেশ দেয়া হয়। প্রতিবেদনে জানানো হয়, কানাডীয় নাগরিককে দেয়া এই মৃত্যুদÐাদেশের কারণে চীন ও কানাডার মধ্যে ক‚টনৈতিক সম্পকের্র আরও অবনতি হতে পারে। মৃত্যুদÐ পাওয়া কানাডীয়র নাম রবাটর্ লয়েড শেলেনবাগর্। গত বছরের নভেম্বরে তার ১৫ বছরের কারাদÐ হয়। এর বিরুদ্ধে আপিল করেন তিনি। আপিলে শেলেনবাগের্র সাজা বেড়ে মৃত্যুদÐ দেয়া হয়। চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়েন ইন্টারমিডিয়েট পিপলস কোটর্ এই রায় দেয়। রায়ে আদালত বলে, মাদক চোরাচালানের দায়ে শেলেনবাগের্ক যে সাজা দেয়া হয়েছিল, সেটা তার অপরাধের তুলনায় খুবই কম। তাই এই আদালত তার সাজা বাড়িয়ে মৃত্যুদÐ দিচ্ছে। আদালতের এক বিবৃতিতে জানানো হয়, শেলেনবাগর্ রায় পাওয়ার ১০ দিনের মধ্যে লিয়াওনিং হাইকোটের্ আপিল করতে পারবেন।