সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ট্রাম্পের আইন বাতিল যাযাদি ডেস্ক নারীদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা প্রদানে সীমাবদ্ধতা এনে করা ট্রাম্প প্রশাসনের আইন বাতিল করলেন যুক্তরাষ্ট্রের এক বিচারপতি। সোমবার এই সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৭ সালের অক্টোবরে কমীের্দর বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে নিয়োগকারী প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা তুলে নিয়ে নতুন নিদের্শ জারি করেছিলেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে জানানো হয়, যদি জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে গিয়ে তাদের ‘ধমীর্য় কিংবা নৈতিক বিশ্বাস ভঙ্গ’ হয়, তাহলে নিয়োগকারী প্রতিষ্ঠান বা বীমাকমীর্রা তা দিতে অস্বীকৃতি জানাতে পারবে। ওই আইনের বিরোধিতা করে আদালত। প্রশাসনকে ওই আইনের সামান্য পরিবতর্ন আনতে বলা হয়। সংবাদসূত্র: রয়টাসর্ ছুরিকাঘাতে মেয়র নিহত যাযাদি ডেস্ক পোল্যান্ডে গুডাংস্ক শহরের মেয়র মারা গেছেন। ছুরিকাঘাতে আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই মেয়রের নাম পাওয়েল আদামোউইজ। সোমবার হাসপাতালে তিনি মারা যান। রোববার মধ্যরাতে পোল্যান্ডের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে বক্তব্য রাখছিলেন আদামোউইজ। এ সময় মঞ্চেই তার ওপর হামলা চালানো হয়। জানা গেছে, আদামোউইজকে প্রকাশ্যেই ছুরিকাঘাত করেছে ২৭ বছর বয়সী এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পঁাচ ঘণ্টা পর তিনি মারা যান। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন তালিকাভুক্ত অপরাধী। সংবাদসূত্র : দ্য টেলিগ্রাফ মালয়েশিয়ার নতুন রাজা আবদুল্লাহ যাযাদি ডেস্ক রুশ সুন্দরীকে বিয়ের পর সম্প্রতি পদত্যাগ করেন মালয়েশিয়ার সদ্য সাবেক রাজা সুলতান মুহম্মদ পঞ্চম। তার পদত্যাগের পর মালয়েশিয়ার রাজার আসনে বসবেন দেশটির পাহাং রাজ্যের রাজা টেঙ্কু আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ। তবে প্রথমে পাহাং রাজ্যের রাজা হিসেবে শপথ নিবেন তিনি। এরপর বসবেন মালয়েশিয়ার রাজ সিংহাসনে। মালয়েশিয়ার রাজার সিংহাসনে বসলে ৫৯ বছর বয়সী টেঙ্কু আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ হবেন পাহাং রাজপরিবার থেকে আসা দেশটির ষষ্ঠ রাজা। ধারণা করা হচ্ছে, ছেলে আবদুল্লাহ’র জন্য ক্ষমতা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন ৮৮ বছর বয়সী আহমাদ শাহ। সংবাদসূত্র: আল-জাজিরা তালেবানের হামলায় নিহত ৪ যাযাদি ডেস্ক আফগানিস্তানের রাজধানী কাবুলে অত্যন্ত সুরক্ষিত একটি বিদেশি কম্পাউন্ডের সামনে এক গাড়িবোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার কাবুলের পূবার্ংশের গ্রিন ভিলেজ কম্পাউন্ডের সামনে চালানো এই হামলায় আরও ৯০ জন আহত হয়েছেন, মঙ্গলবার এর দায় স্বীকার করেছে তালেবান। এই গ্রিন ভিলেজ কম্পাউন্ডে বেশ কয়েকটি আন্তজাির্তক কোম্পানি ও ত্রাণ সংস্থার দপ্তর রয়েছে। তালেবান যোদ্ধাদের এই হামলায় বিদেশি ও আফগান নিরাপত্তা বাহিনীর বহু সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছেন জঙ্গিগোষ্ঠী তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। আফগান যুদ্ধ অবসানের লক্ষ্যে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বৈঠকে অংশ নিতে আফগানিস্তানের জন্য নিযুক্ত মাকির্ন শান্তি দূত জালমে খলিলজাদ এখন এই দেশটিতে রয়েছেন। সংবাদসূত্র: রয়টাসর্ মাকড়সা বৃষ্টি! যাযাদি ডেস্ক যদি বৃষ্টির পানির বদলে ঝরে পড়তে থাকে লাখ লাখ মাকড়সা! ভয়ে শিউরে উঠবেন নিশ্চয়ই? ব্রাজিলে সম্প্রতি এমনই মাকড়সা বৃষ্টির সাক্ষী হয়েছে মিনাস গেরাইস রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা। গরম, আদ্রর্ আবহাওয়ার সময় এই অঞ্চলে এমন ঘটনা অস্বাভাবিক নয়। আবহাওয়ার কারণে এমন মাকড়সা বৃষ্টির সাক্ষী হয় গ্রামবাসী। আকাশ থেকে মাকড়সা বৃষ্টির ছবি এবং ভিডিও সামাজিকমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ওই গ্রামের জোয়াও পেড্রো মাটিের্নলি ফোনসেকা নিজের মোবাইলেও এই দৃশ্য ভিডিও করেছেন। জোয়াও বলেন, এই দৃশ্য তাকে তীব্রভাবে বিস্মিত করেছে। সংবাদসূত্র: ডেইলি মেইল জিম্বাবুয়েতে সহিংস বিক্ষোভ যাযাদি ডেস্ক জিম্বাবুয়েতে এক রাত্রের মধ্যে জ্বালানির মূল্য দ্বিগুণেরও বেশি বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের সময় বেশ কয়েকজন নিহত হয়েছেন। প্রতিবাদকারীরা রাজধানী হারারে ও গুরুত্বপূণর্ শহর বুলাওয়ের সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ও বাস চলাচল বন্ধ করে দেয়, এ সময় কয়েকশ প্রতিবাদকারীকে গ্রেপ্তার করে পুলিশ। হারারের একটি এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করে বাসগুলোকে গন্তব্যে যেতে বাধা দেয়। লোকজন দুভোের্গ আছে। জীবনযাপন কষ্টকর হয়ে উঠেছে বলেই লোকজন প্রতিবাদে নেমেছে, বলেছেন হারারের এক প্রতিবাদকারী। তাদের সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে কোনো সমাধান নেই বলেই মনে হচ্ছে মন্তব্য করে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। বুলাওয়েতে শহরের কেন্দ্রস্থলের দিকে যাওয়া মিনিবাসগুলোতে হামলায় চালায় বিক্ষোভকারীরা। নগরীতে ঢোকার প্রধান প্রবেশপথগুলোতে বোল্ডার স্থাপন করে ও টায়ার জ্বালিয়ে অবরোধ বসায় তারা। সংবাদসূত্র: বিবিসি নিউজ