সিরিয়ায় বোমা হামলায় মাকির্ন সৈন্যসহ নিহত ১৯

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সিরিয়ার মানবিজ শহরে এক বোমা হামলায় চার মাকিির্নসহ ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) বুধবারের এ বোমা হামলার দায় স্বীকার করে একে আত্মঘাতী হামলা বলে দাবি করেছে। ‘আইএস পরাজিত হয়েছে’, এ কথা ঘোষণা করে মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে অবিলম্বে মাকির্ন সৈন্য প্রত্যাহারের নিদের্শ দেয়ার কয়েক সপ্তাহের মধ্যে হামলাটি চালানো হলো। নিহত চার মাকির্ন নাগরিকের মধ্যে দুই মাকির্ন সৈন্য ও মাকির্ন সামরিক বাহিনীর হয়ে কাজ করা দুই বেসামরিক রয়েছেন। এ হামলাকে ২০১৫ সালে সিরিয়ায় মাকির্ন বাহিনী মোতায়েনের পর থেকে তাদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র সমথির্ত কুদির্ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা মানবিজে তাদের ওপর এ হামলা হলো। এ বোমা হামলায় চার আমেরিকান নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মাকির্ন সামরিক বাহিনী। বিস্ফোরণে আরও তিন মাকির্ন সৈন্য আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। বুধবার মানবিজ থেকে এক প্রত্যক্ষদশীর্ জানিয়েছেন, মাকির্নরা একটি রেস্তোরঁায় বসে নিজেদের সমথির্ত মিলিশিয়ার বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করার সময় হামলা ঘটনাটি ঘটে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মানবিজে স্থানীয়দের সঙ্গে আলোচনা চলার সময় হামলাটি হয়। পরে আইএস জানিয়েছে, এক সিরীয় যোদ্ধা মানবিজে বিদেশি টহল দলের ওপর নিজের আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে। যুক্তরাষ্ট্র সমথির্ত কুদির্ নেতৃত্বাধীন বাহিনীগুলো ২০১৬ সালে আইএসকে হটিয়ে মানবিজের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে শহরটি এই সামরিক কাউন্সিলের কতৃর্ত্বাধীনে আছে।