ব্রেক্সিট নিয়ে দ্বিতীয় গণভোটে উভয় সংকটে করবিন

গণভোট প্রশ্নে দলগুলোর সমথর্ন না করলে ভবিষ্যতে করবিন তাদের পাশে পাবেন না সমথর্ন করলে নিজ দলের ছায়া মন্ত্রীদের সমথর্ন হারাতে পারেন এ লেবার নেতা

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
জেরেমি করবিন
ব্রেক্সিট নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে দ্বিতীয় গণভোটের দাবি তুলেছে যুক্তরাজ্যের কয়েকটি বিরোধী দল। এ দাবিতে শামিল হওয়ার জন্য লেবার পাটির্র নেতা জেরেমি করবিনকেও আহŸান জানানো হচ্ছে। থেরেসার বিরুদ্ধে আস্থা ভোটে করবিনকে সমথর্নদানকারী লিবারেল ডেমোক্র্যাট পাটির্ এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে গণভোটকে সমথর্ন না করলে ভবিষ্যতে করবিন তাদেরকে পাশে পাবেন না। আবার দ্বিতীয় গণভোট সমথর্ন করলে নিজ দলের ছায়া মন্ত্রীদের সমথর্ন হারাতে পারেন এ লেবার নেতা। ছায়া মন্ত্রীদের অনেকে পদত্যাগও করতে পারেন। সব মিলে দ্বিতীয় গণভোট নিয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে চাপের মুখে আছেন করবিন। সংবাদসূত্র : দ্য গাডির্য়ান বুধবার অনুষ্ঠিত আস্থা ভোটে কোনো রকমে প্রধানমন্ত্রিত্ব টিকে যাওয়ার পর ব্রেক্সিট পরিকল্পনা অনুমোদনের স্বাথের্ সম্ভাব্য বিকল্প পথ নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে, বিকল্প পথ নিয়ে আলোচনা করতে বিভিন্ন দলের আইনপ্রণেতাদের দ্বারস্থ হচ্ছেন তিনি। চুক্তিহীন ব্রেক্সিট এড়ানোর প্রতিশ্রæতি ছাড়া আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে লেবার পাটির্। তবে লিবারেল ডেমোক্র্যাটিক ও প্লাইড ক্যামরি পাটির্সহ বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেছেন থেরেসা। প্রথম দিন আলোচনায় অংশ নিলেও বেশির ভাগ দলই থেরেসাকে সম্ভাব্য ‘চুক্তিহীন ব্রেক্সিট’ (নো ডিল ব্রেক্সিট) এড়াতে পদক্ষেপ গ্রহণ ও দ্বিতীয় গণভোট আয়োজনের শতর্ বেঁধে দিয়েছে। থেরেসার বিরুদ্ধে অনুষ্ঠিত আস্থা ভোটে এসব দলের অনেকেরই সমথর্ন পেয়েছিলেন করবিন। দ্বিতীয় গণভোটের দাবিকে সমথর্ন দেয়ার জন্য এসব দলের পক্ষ থেকে করবিনের ওপরও চাপ জোরালো হচ্ছে। এর মধ্যেই দ্য গাডির্য়ান আভাস দিয়েছে, করবিন দ্বিতীয় গণভোটকে সমথর্ন দিলে শেডো বা ছায়া মন্ত্রীদের পাশে পাবেন না তিনি। লেবার পাটির্র বেশ কয়েকজন জ্যেষ্ঠ শেডো মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, করবিন যদি চাপের কাছে নতি স্বীকার করে গণভোটকে সমথর্ন দেন তবে তারা পদত্যাগের কথা ভাববেন। লেবার পাটির্র জ্যেষ্ঠ এক শেডো মন্ত্রী বলেন, আমরা যদি দ্বিতীয় গণভোটকে সমথর্ন দিই তবে সত্যিকার অথের্ নিজের অবস্থান নিয়ে জটিলতার মধ্যে পড়ব আমি। নিজের আসন ধরে রাখা ও আমার এলাকার মানুষের প্রতিনিধিত্ব করার দায়িত্বটুকু ধরে রাখতে চাইলে পদত্যাগ ছাড়া আমার আর উপায় থাকবে না। আরেক শেডো মন্ত্রী জানিয়েছেন, করবিনের কাযার্লয়কে এবং শেডো ব্রেক্সিট মন্ত্রী কির স্টারমারকে তারা তাদের দৃষ্টিভঙ্গির কথা পরিষ্কার করে জানিয়েছেন। তিনি বলেন, এ পযাের্য় গণভোট আয়োজনের পক্ষে সমথর্ন দেয়াটা আমার জন্য অস্বস্তিকর হবে। সাধারণ নিবার্চনে আমরা যেসব প্রতিশ্রæতি দিয়েছি সেগুলো আমাদের পূরণ করতে হবে। ব্রেক্সিট আটকে দেয়ার ধারণাটা ঠিক নয়। এতে আমাদের সঙ্গে লাখ লাখ ভোটারের সম্পকর্ ছিন্ন হবে, যারা প্রত্যাশা করে আমরা প্রতিশ্রæতি রাখব।