শান্তিরক্ষা তহবিলে সদস্যদের ঋণ ২০০ কোটি ডলার

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
জাতিসংঘের শান্তিরক্ষা তহবিলে সদস্য দেশগুলোর প্রায় ২০০ কোটি ডলার ঋণ রয়েছে। এই ঋণের এক-তৃতীয়াংশেরই দায় যুক্তরাষ্ট্রের বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গত ১১ জানুয়ারি ১৯৩ সদস্য দেশকে লেখা এক চিঠিতে গুতেরেস সতকর্ করেন, দেরিতে ঋণ পরিশোধ ও বকেয়ার কারণে সক্রিয় শান্তিরক্ষা মিশন শিগগিরই তারল্য সংকটের সম্মুখীন হতে পারে। বকেয়া এখন প্রায় ২০০ কোটি ডলার এবং এটা বেড়েই যাচ্ছে। বতর্মান নগদ দিয়ে দুই মাস কাজ চালানো সম্ভব। আগের বছর যা চার মাস করা সম্ভব হয়েছিল। জাতিসংঘের কমর্কতার্রা জানান, জাতিসংঘের ২০১৮-১৯ অথর্বছরের মোট বাজেটের ২২ শতাংশ ও ৬৭০ কোটি ডলারের শান্তিরক্ষা তহবিলের ২৮ শতাংশ তহবিল সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। সংবাদসূত্র : রয়টাসর্