লাতিন আকাশেও বেলুন

'মার্কিন আকাশে চীনা নজরদারি বেলুন অগ্রহণযোগ্য'

বেলুন ওড়ানোর ঘটনার জেরে বেইজিং সফর স্থগিত আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন
আমেরিকার আকাশসীমায় চীনের নজরদারি বেলুন ওড়ানোর সিদ্ধান্তকে 'অগ্রহণযোগ্য' বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন। শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিস্নংকেন বলেছেন, চীনা নজরদারি বেলুন ওড়ানোর সিদ্ধান্ত আমেরিকার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। কয়েক বছরের মধ্যে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের প্রাক্কালে চীনের এমন পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীন। সংবাদসূত্র : বিবিসি নিরাপত্তা, তাইওয়ান এবং কোভিড-১৯ সহ নানা বিষয়ে আলোচনার জন্য ৫ থেকে ৬ ফেব্রম্নয়ারি বেইজিং সফর করার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিস্নংকেনের। বেলুন ওড়ানোর ঘটনার জেরে চীন সফর স্থগিত করেছেন তিনি। সম্প্রতি স্পর্শকাতর মার্কিন স্থাপনার ওপর দিয়ে একটি চীনা বেলুন উড়তে দেখে নড়েচড়ে বসে মার্কিন প্রশাসন। রহস্যজনক বেলুনটিকে কী করা হবে, সেটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র সন্দেহ করছে এটি 'চীনা নজরদারি বেলুন' এবং এর গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমেরিকার প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, তারা নিশ্চিত এই 'অনেক বেশি ওপর দিয়ে উড়ে যাওয়া এই নজরদারি বেলুনটি' চীনের। কিন্তু সামরিক নেতারা একে গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত থেকে সরে আসেন। মূলত, এটার ধ্বংসাবশেষ পড়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চীন দুঃখ প্রকাশ করে বলেছে, বেসামরিক বেলুনটি আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। প্রবল বাতাস এবং স্টিয়ারিং ক্ষমতার অভাবের কারণে বেলুনটি পরিকল্পিত গতিপথ থেকে অনেক দূরে সরে গেছে। বেলুনটি আমেরিকার আকাশে চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, আমেরিকার আকাশসীমায় বেলুনের অনিচ্ছাকৃত প্রবেশের জন্য অনুতপ্ত চীন। এটি অনাকাঙ্ক্ষিত বাতাসের প্রভাবে উড়ে আমেরিকার আকাশে পৌঁছেছে বলেও দাবি বেইজিংয়ের। মন্টানা আমেরিকার পশ্চিমাঞ্চলীয় একটি রাজ্য। সেখানকার মালমস্ট্রম বিমানঘাঁটিতে দেশটির মোট তিনটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ক্ষেত্রের একটি অবস্থিত। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন উভয়েই স্নায়ুযুদ্ধের সময় এ রকম নজরদারি বেলুন ব্যবহার করেছিল। নজরদারি বেলুনগুলো সাধারণত ৮০ হাজার থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় কাজ করে, যা বাণিজ্যিক বিমান চলাচল এবং ফাইটার জেটের অপারেটিং স্তরের অনেক ওপরে। এবার লাতিন আমেরিকার আকাশে চীনা 'গোয়েন্দা' বেলুন আমেরিকার পর এবার লাতিন আমেরিকার আকাশে দেখা গেল আরেকটি চীনা গোয়েন্দা বেলুন। শুক্রবার পেন্টাগন এ তথ্য জানিয়েছে। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, 'আমরা লাতিন আমেরিকার আকাশে আরেকটি বেলুন ওড়ার খবর পেয়েছি। একে আরেকটি চীনা নজরদারি বেলুন হিসেবে আমরা মূল্যায়ন করছি।' তবে বেলুন লাতিন আমেরিকার কোন্‌ দেশের আকাশে দেখা গেছে, তা জানাননি প্যাট। আর দ্বিতীয় বেলুন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন।