মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করার ইঙ্গিত বাইডেনের

যাযাদি ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও লড়তে যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। শুক্রবার ডেমোক্রেট সমর্থকদের একটি সমাবেশে যোগ দেন তিনি। এ সময় সেখান থেকে সমর্থকরা 'আরও চার বছর' বলে সেস্নাগান দিতে থাকে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আশা করা হচ্ছে না। সংবাদসূত্র : আরব নিউজ

এদিন 'ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির' সঙ্গে বৈঠক করেন বাইডেন। এ সময় আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করতে নিজের কৃতিত্বের দাবি করেন তিনি। বাইডেন বলেন, তার প্রশাসন গত কয়েক দশকের মধ্যে পাবলিক ওয়ার্কস, স্বাস্থ্যসেবা এবং গ্রিন টেকনোলজিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে। তিনি রিপাবলিকান চরমপন্থারও নিন্দা জানান। বলেন, রিপাবলিকানরা এখনো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট এগেইন' প্রচারণা নিয়ে বেশি মনোযোগী হয়ে আছে।

এর পরই ফিলাডেলফিয়ার বিশাল মঞ্চ থেকে বাইডেন সবার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, 'আপনারা কাকে ভোট দেবেন?' এ সময় সেখানে সারা দেশ থেকে আসা হাজারও ডেমোক্রেট সমর্থকরা 'আরো চার বছর! আরও চার বছর!' বলে সেস্নাগান দিতে থাকেন।

বাইডেন এতে খুশি হয়ে বলেন, 'আমেরিকা আবারও ফিরে এসেছে এবং আমরা এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে