বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শরণার্থী শিবিরে ইসরাইলি অভিযানে ৫ ফিলিস্তিনি নিহত

যাযাদি ডেস্ক
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

ইসরাইলি সেনাদের অভিযানে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের জেরিকো শহরের একটি শরণার্থী শিবিরে ওই অভিযান চলে। তাদের দাবি, নিহতরা সবাই হামাস সদস্য এবং একটি সন্ত্রাসী হামলার ব্যর্থ প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিল তারা। সংবাদসূত্র : জেরুজালেম পোস্ট

গত ২৮ জানুয়ারি জেরিকোর ভেরেদ ইয়েরিহো রেস্তোরাঁয় হামলার চেষ্টা চালায় এই হামাস সদস্যরা। এ সময় রেস্টুরেন্টে ৩০ জন উপস্থিত ছিলেন। তারা ভেতরে ঢুকে গুলি চালালেও অস্ত্র 'জ্যাম' হয়ে যাওয়ায় কেউ হতাহত হননি। এরপর তারা দ্রম্নত ওই এলাকা ত্যাগ করেন। এরপর থেকেই তাদের খুঁজছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলো। পরে তারাই জানতে পারে, হামলাকারীরা আকাবাত জাবের শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে থাকেন।

এই খবরের ভিত্তিতে সোমবার ওই শিবিরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এতে দুই পক্ষের গোলাগুলিতে পাঁচ হামাস সদস্য নিহত হন। তারা নিহতদের মরদেহ সঙ্গে করে নিয়ে যায়। এছাড়া হামাস কর্মকর্তা শাকের আমারাকেও গ্রেপ্তার করে ইসরাইলি সেনারা। এছাড়া নিহত ফিলিস্তিনিদের পরিবারের সদস্যদেরও গ্রেপ্তার করেছে ইসরাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে