ডেমোক্রেট পার্টি

বাইডেনের আবারও ভোটের বিরুদ্ধে বেশিরভাগ সদস্য

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্রেট পার্টির সংখ্যাগরিষ্ঠ সদস্য চান না, ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করুন। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। তথ্যটি প্রকাশ করা হয়েছে সোমবার। 'অ্যাসোসিয়েটেড প্রেস' এবং 'এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ'র যৌথ জরিপে দেখা যায়, মাত্র ৩৭ ভাগ ডেমোক্রেট রাজনীতিক চান প্রেসিডেন্ট বাইডেন আবার নির্বাচন করুন। গত নভেম্বর মাসে মধ্যবর্তী নির্বাচনের সময় যে সংখ্যক ডেমোক্রেটিক পার্টির রাজনীতিক প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচন করার পক্ষে মত দিয়েছিলেন, এখন তার চেয়ে ১৫ ভাগ কম রাজনীতিক তার নির্বাচনের পক্ষে রয়েছেন। এছাড়া, গত মধ্যবর্তী নির্বাচনের সময় যত সংখ্যক প্রাপ্তবয়স্ক সাধারণ মানুষ প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনের পক্ষে ছিলেন, এখন তাদের মধ্যে ২২ ভাগের সমর্থন কমে গেছে। ডেমোক্রেট রাজনীতিক বা ভোটারদের মধ্যে জো বাইডেনের নির্বাচনের প্রতি সমর্থন কমে যাওয়ার প্রধান কারণ তার বয়স ও স্মৃতিভ্রম। সংবাদসূত্র : পার্স টুডে