মাওলানা আজাদকে নিয়ে বায়োপিক

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের স্বাধীনতাসংগ্রামী ও প্রথম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাওলানা আবুল কালাম আজাদকে নিয়ে তৈরি বায়োপিক মুক্তি পেয়েছে। শুক্রবার ভারতজুড়ে বায়োপিকটি মুক্তি পায়। হিন্দি ভাষায় নিমির্ত বায়োপিকের নাম দেয়া হয়েছে, ‘ও জো থা এক মসিহা, মাওলানা আজাদ’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন রাজেন্দ্র গুপ্তা সঞ্জয়। বায়োপিকে ফুটিয়ে তোলা হয়েছে মাওলানা আজাদের জন্ম থেকে প্রয়ান ১৮৮৮ থেকে ১৯৫৮ সালের নানা ঘটনা ও ইতিহাস। মাওলানা আজাদের জন্ম মক্কায় হলেও তার শৈশব কেটেছে কলকাতা শহরে। তিনি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সবর্কনিষ্ঠ সভাপতি। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী হিসেবে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিতে সবাির্ধক গুরুত্ব দিয়েছিলেন। ভারতের সবোর্চ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারত রতœ’ উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি। বায়োপিক নিমার্ণ প্রসঙ্গে পরিচালক রাজেন্দ্র গুপ্তা বলেছেন, এই বায়োপিক আগামী দিনে দেশ কীভাবে চলবে, তার দিশা দেখাবে। বায়োপিকে মাওলানা আজাদের চরিত্রে অভিনয় করেছেন গুজরাটি মঞ্চ অভিনেতা লিনেশ ফঁাসে। মাওলানা আজাদের স্ত্রী জুলেখা বেগমের চরিত্রে অভিনয় করেছেন শিরালি। আর মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন পরিচালক রাজেন্দ্র গুপ্তা। বায়োপিকের শুটিং হয়েছে দিল্লি, মুম্বাই ও কলকাতায়। সংবাদসূত্র : এনডিটিভি