ট্রাম্পের শরণাথীর্ নীতি ‘নিদর্য়’: মালালা

প্রকাশ | ১৩ জুলাই ২০১৮, ০০:০০ | আপডেট: ১৩ জুলাই ২০১৮, ০০:০৭

যাযাদি ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাথীর্ নীতির কঠোর সমালোচনা করেছেন শান্তিতে নোবলে বিজয়ী মালালা ইউসুফজাই। ট্রাম্পের নীতিকে ‘নিদর্য়’, ‘অন্যায্য’ ও ‘অমানবিক’ বলে মন্তব্য করেছেন তিনি। শরণাথীর্ নীতির নামে কয়েক হাজার শিশুকে বন্দি করে রেখেছেন ট্রাম্প, যা মানবিকতার বিরুদ্ধে। সংবাদসূত্র : গাডির্য়ান বুধবার ব্রাজিলে দক্ষিণ আমেরিকার মেয়েদের স্কুল উদ্বোধনে গিয়ে ট্রাম্পের সমালোচনা করেন ২১ বছর বয়সী মালালা। শরণাথীর্ আইনের কোপে এখনো মেক্সিকোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সীমান্তে ২৩০০ শিশু বন্দি। মালালা বলেন, ‘শিশুদের আটকে রাখা অমানবিক। নিমর্ম নীতি জারি করেছেন ট্রাম্প। কীভাবে মাকির্ন প্রেসিডেন্ট হয়ে এই কাজ তিনি করতে পারেন?’ মালালা বলেন, যেকোনো দেশের রাষ্ট্রপ্রধান সঠিক দায়িত্ব পালন করলে সব সমস্যার সমাধান সম্ভব। ট্রাম্পের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে ‘মালালা ফান্ড’ কাজ করছে। তৈরি হচ্ছে মেয়েদের জন্য স্কুল। রিও ডি জেনিরোতে এবারই মালালার প্রথম সফর। ব্রাজিলে শিক্ষা খাতে মালালা ফান্ড অগ্রণী ভ‚মিকা নিচ্ছে, প্রায় ১৫ লাখ ছাত্রীকে শিক্ষার আলোয় নিয়ে আসার পরিকল্পনা মালালা ফান্ডের।