যুক্তরাষ্ট্র অক‚লে ভাসাল কুদিের্দর!

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী মিত্র সিরিয়ার কুদির্রা। সিরিয়া থেকে মাকির্ন সেনা প্রত্যাহারের ঘোষণার পরপর কুদির্ বাহিনীর সুরক্ষার বিষয়টি আলোচনায় উঠে আসে। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্তে নিরাপত্তাহীনতায় ভুগছে হাজার হাজার কুদির্ Ñরয়টাসর্
সিরিয়ার কোবানি এলাকার একটি কবরস্থান। মাহমুদ রাসুলের কবরের পাশে দঁাড়িয়ে ছিলেন শোকাতর্ কয়েকজন। মা নাজমা কবরের পাশে আহাজারি করছিলেন। চুমু খাচ্ছিলেন কবরের শিয়রে সঁাটানো ছেলের ছবিতে। বিলাপ করে তিনি বলে যাচ্ছিলেন, ‘ওঠো বাবা, ওঠো’। পরিবারের অন্য সদস্যরা মা নাজমাকে মাটি থেকে তুলে নেয়ার চেষ্টা করছিলেন। কোবানির এই কবরস্থান এমন প্রিয়জন হারানো মানুষের আহাজারিতে ভারী হয়ে থাকে। আন্তজাির্তক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে লড়াইয়ে নিহত মানুষের সমাধি এখানে। নিহত ব্যক্তিদের স্মরণ করতে প্রতি শুক্রবার স্বজনেরা আসেন কবরস্থানটিতে। ২৭ বছর বয়সী মাহমুদ রাসুল কিছুদিন আগে দের ইজর শহরের কাছে আইএসের হামলায় নিহত হন। প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ার উত্তরাঞ্চলের কোবানি শহরে আইএসের বিরুদ্ধে যুদ্ধে আট হাজার সিরীয় কুদির্ নিহত হয়েছেন। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ও অপরিবতির্ত মিত্র এই কুদির্রা। আইএস পরাজয়ের প্রায় দ্বারপ্রান্তে। তবে পূবর্ দিকে ইরাক সীমান্তে এখনো এ যুদ্ধ চলছে। তবে শিগগিরই এই কুদিের্দর একাই এই লড়াই চালাতে হবে। কারণ সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উত্তরাঞ্চলে দুই হাজারের বেশি মাকির্ন সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণায় ত্যক্তবিরক্ত নাজমা। কুদিের্দর ভবিষ্যতের ওপর এর প্রভাব পড়বে বলেও তিনি চিন্তিত। তিনি বলেন, ‘তারা যা চেয়েছিল, পেয়ে গেছে। আইএস থেকে বঁাচতে তারা কুদিের্দর ব্যবহার করেছে। এখন তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমেরিকা আমাদের সহায় হিসেবে ছিল। এখন তারা এরদোয়ানের হাতে আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তারা আমাদের জন্য এক সময় ত্যাগ স্বীকার করলেও এখন চলে যাচ্ছে। কুদিের্দর শত্রæ বলে মনে করে তুরস্ক। কুদিের্দর ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান কট্টর মনোভাব পোষণ করেন। তাই যুক্তরাষ্ট্র চলে গেলে কুদিের্দর দেখে নেয়ার সুযোগ তুরস্ক হাতছাড়া করবে না বলে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সিরিয়ায় আইএস পরাজিত হয়েছে এমন যুক্তিতে গত বছরের ডিসেম্বরে সিরিয়া থেকে মাকির্ন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার এ ঘোষণার বিরোধিতা করে মাকির্ন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের তিন শীষর্ ব্যক্তি পদত্যাগ করেন। প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের পদত্যাগের পর তাকে অনুসরণ করে পদত্যাগ করেন আইএসের বিরুদ্ধে লড়াইয়ে যৌথ বাহিনীতে মাকির্ন প্রেসিডেন্টের বিশেষ দূত ব্রেট ম্যাকগাকর্ এবং প্রতিরক্ষা বিভাগের চিফ অব স্টাফ কেভিন সুয়েনি। সিরিয়া থেকে মাকির্ন সেনা প্রত্যাহারের ঘোষণার পরপর কুদির্ বাহিনীর সুরক্ষার বিষয়টি আলোচনায় উঠে আসে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তুরস্কের সঙ্গে আলোচনার মাধ্যমে এ নিয়ে সমঝোতার একটি চেষ্টা করা হচ্ছে। তবে তুরস্ক এতে সাড়া দিচ্ছে না।