থাইল্যান্ডে গুলিতে ২ বৌদ্ধ ভিক্ষু নিহত

প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
থাইল্যান্ডের মুসলমান অধ্যুষিত দক্ষিণাঞ্চলে একটি মঠে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বৌদ্ধ ভিক্ষু নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। গত তিন বছরে ওই এলাকায় বৌদ্ধ ভিক্ষুদের উপর হামলার ঘটনা এটাই প্রথম। দক্ষিণের নারাথিওয়াত প্রদেশের রাত্তানুপাপ মঠে শুক্রবার রাতে সরকারি নিরাপত্তা বাহিনীর পোশাক পরা ছয় বন্দুকধারী এলোপাতাড়ি ?গুলি চালায়। প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা এবং ধমীর্য় নেতারা আদিবাসী মালয় অধ্যূষিত নারাথিওয়াত প্রদেশে এ হামলার নিন্দা জানিয়েছেন। এই প্রদেশের একাধিক বিচ্ছিন্নতাবাদীদল থাই সরকারের বিরদ্ধে দীঘর্ ১৫ বছর ধরে লড়াই করছে। ২০০৪ সাল থেকে তীব্র হওয়া এই লড়াইয়ে প্রায় সাত হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ হাজারের বেশি মানুষ। সংবাদসূত্র: বিবিবি