ট্রাম্পের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
চার সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা নিরসনে ‘সমঝোতার’ জন্য শনিবার হোয়াইট হাউসের ক‚টনৈতিক অভ্যথর্না কক্ষে দেয়া বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশকিছু প্রস্তাব তুলে ধরলেও তা প্রত্যাখ্যান করেছে ডেমোক্র্যাটরা। সংবাদসূত্র: বিবিসি নিউজ আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া ফেডারেল সরকারের কাজকমর্ (শাটডাউন) আবার চালু করতে ট্রাম্পের ‘সমঝোতা প্রস্তাবগুলোর’ একটি হচ্ছে কথিত ড্রিমার ইস্যু। বাবা-মায়ের সঙ্গে অবৈধভাবে কম বয়সে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের ‘ড্রিমারস’ বলা হয়ে থাকে। তবে তিনি এখনো মেক্সিকো সীমান্তে দেয়াল নিমাের্ণ ৫৭০ কোটি ডলারই চাইছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য শুরু করেন অভিবাসীদের নিয়ে। তিনি বলেন, অভিবাসীদের স্বাগত জানানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গবির্ত ইতিহাস রয়েছে। তবে দীঘর্ দিন ধরে এই পদ্ধতি খুব বাজেভাবে ভেঙে পড়েছে। তার প্রস্তাবের ব্যাপারে তিনি জানান, তিনি এই অচলাবস্থা ভাঙতে চান এবং শাটডাউনের সমাপ্তি টানতে কংগ্রেসে পথ বাতলে দিচ্ছেন। ওই সময় ট্রাম্প দেয়াল নিমাের্ণ তার যুক্তি তুলে ধরেন। তিনি জোর দিয়ে বলেন, দেয়াল নিমাের্ণর কাজটি চলমান কিছু হবে না। শুধু বিশেষ কিছু এলাকায় একটি ইস্পাতের দেয়াল দেয়া হবে। তবে এর জন্য আগের মতোই তিনি ৫৭০ কোটি ডলার অথর্ বরাদ্দ দাবি করেন। যুক্তরাষ্ট্রে বাবা-মায়ের সঙ্গে কম বয়সে অবৈধভাবে প্রবেশকারী ড্রিমারস রয়েছে সাত লাখের মতো। তারা এখন একটি কমর্সূচির আওতায় যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন হওয়া থেকে রক্ষা পাচ্ছেন। তারা কাজের অনুমতি পান কিন্তু নাগরিকত্ব পান না। ট্রাম্প ক্ষমতায় এসে এই কমর্সূচি বাতিলের চেষ্টা করেছেন। তবে নতুন প্রস্তাবে ট্রাম্প বলেছেন, তিনি এই কমর্সূচি আরও তিন বছর বাড়াবেন এবং কাজের অনুমতিও দেবেন। তিনি আরও বলেছেন, তিনি টিপিএসধারীদের ভিসা আরও তিন বছর বাড়াবেন। যুক্তরাষ্ট্রে তিন লাখ টিপিএসধারী রয়েছেন, যারা যুদ্ধ বা বিপযের্য়র কারণে দেশ থেকে পালিয়ে এসেছেন। টিপিএসের আওতায় তারা কাজের অনুমতি পান।