সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চিলিতে শক্তিশালী ভ‚মিকম্প যাযাদি ডেস্ক চিলির উত্তর-মধ্যাঞ্চলে শনিবার ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তি¡ক জরিপ বলছে, কোকিম্বো থেকে ১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এছাড়াও সান্তিয়াগো, ও হিগিনস, ভালপারাসিও এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি চিলি। ১৯৬০ সালে চিলির ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সংবাদসূত্র: বিবিসি বলিভিয়ায় দুটি বাসের সংঘষের্ নিহত ২২ যাযাদি ডেস্ক বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘষের্ অন্তত ২২ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। শনিবার দেশটির প্রশাসনিক রাজধানী লাপাজ থেকে আড়াইশো কিলোমিটার দূরের শহর চাল্লাপতার একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘষের্ এ দুঘর্টনা ঘটে। দেশটির ওরুরো অঞ্চলের পুলিশের কামান্ডার কনের্ল ফ্রেডি বলেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভতির্ করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটিতে নিয়মিত এমন বাস দুঘর্টনা ঘটে। সংবাদসূত্র: রয়টাসর্ কলকাতার মাকেের্ট ভয়াবহ আগুন যাযাদি ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার গয়াহাট মাকেের্ট ভয়াবহ আগুন লেগেছে। শনিবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পেঁৗছেছে ফায়ার সাভিের্সর ১৮টি ইউনিট। ৮ ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার খবরে আতঙ্ক সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়। স্থানীয় সূত্র বলছে, প্রথম একটি ব্র্যান্ডেড কাপড়ের দোকানে আগুন লাগে। সেখান থেকেই আশপাশের অন্য দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। ফায়ার সাভির্সকমীর্রা ল্যাডারের সাহায্যে গ্রিল কেটে আগুনের উৎসস্থলে পেঁৗছানোর চেষ্টা করছেন। এদিকে, মাকেের্টর দোকানগুলোর জিনিসপত্র সরিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছেন কমীর্রা। সংবাদসূত্র: আনন্দবাজার