বেলুন ইসু্যতে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন বাইডেন

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার আকাশসীমায় চীনা 'নজরদারি বেলুন' এবং সেটি ভূপাতিত করার বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বাইডেন এ আশাবাদ ব্যক্ত করেন। তবে তিনি বলেছেন, মার্কিন উপকূলের কাছে কথিত চীনা নজরদারি বেলুনকে গুলি করে নামানোর ঘটনায় ক্ষমা চাইবেন না তিনি। সংবাদসূত্র : রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমরা নতুন করে আরও একটি স্নায়ুযুদ্ধ চাইছি না।' তবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কখন এ বিষয়ে কথা বলবেন সেটি নিশ্চিত করেননি তিনি। বেইজিং অভিযোগ তোলার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বাইডেন আরও বলেন, 'আমি প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে কথা বলার আশা প্রকাশ করছি। আমি আশাবাদী, আমরা একটি সম্মতিতে পৌঁছতে পারব।' আমেরিকার আকাশসীমায় উড়তে থাকা চীনের বেলুনটি সম্প্রতি মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমান দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়। ওয়াশিংটনের দাবি, চীনা এই নজরদারি বেলুন আমেরিকার 'অত্যন্ত সংবেদনশীল' সামরিক ও পারমাণবিক স্থাপনার ওপর দিয়ে উড়ছিল। এদিকে, বেলুনটি ভুল করে আমেরিকার আকাশসীমায় গেছে বলে দাবি করে চীন।