শান্তির দাবিতে কলম্বিয়ার রাজপথে হাজারো মানুষ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান ও শান্তির দাবিতে রোববার কলম্বিয়ার রাজপথে নেমেছেন হাজারো মানুষ Ñএএফপি
সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান ও শান্তির দাবিতে কলম্বিয়ার রাজপথে নেমেছেন হাজারো মানুষ। সম্প্রতি রাজধানী বোগোটায় গাড়িবোমা বিস্ফোরণে পুলিশের ২০ জন ক্যাডেট নিহতের প্রতিবাদে এই কমর্সূচি আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণ করেছেন প্রেসিডেন্ট আইভাব ডুকু ও তার পূবর্সূরি হুয়ান ম্যানুয়েল সান্তোস। প্রেসিডেন্ট বোমা হামলার জন্য ন্যাশনাল লিবারেশন আমিের্ক (ইএলএন) দায়ী করেছেন। এই সংগঠনটির সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি ইএলএন। কিন্তু কতৃর্পক্ষ বিস্ফোরিত গাড়িটির চালকের নাম প্রকাশ করেছে। বিস্ফোরণে ওই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের মতে, ওই নিহত গাড়ির চালক ইএলএন’র বিস্ফোরক বিশেষজ্ঞ হোসে আলদেমার রোহাস। মিছিলে দেয়া ভাষণে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, সরকার ও সমাজ একসঙ্গে কলম্বিয়ার জন্য কাজ করবে এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় আমরা কখনো হার মেনে নেব না। সংবাদসূত্র: বিবিসি নিউজ