রাখাইন সফরে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মিয়ানমার-বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন বাগের্নার মঙ্গলবার রাখাইনের উত্তরাঞ্চল পরিদশর্ন করেন। সহিংসতা-কবলিত রাখাইনে জাতিসংঘের সহযোগিতার উপায় খেঁাজার জন্য তিনি এই সফর করছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস। আইনসভার সিনিয়র এক সদস্য জানিয়েছেন, জাতিসংঘের বিশেষ দূত সরকারি কমর্কতাের্দর সঙ্গে বৈঠকের পর রাখাইনের পালাের্মন্টের সদস্যদের সঙ্গে বৈঠক করার অনুরোধ জানিয়েছেন। সংবাদসূত্র : বিবিসি সোমবার রাখাইনের পালাের্মন্টের স্পিকার ইউ মিয়া থান বলেন, আলোচনার নিদির্ষ্ট বিষয়বস্তু সম্পকের্ আমরা জানি না। মংডুর প্রধান প্রশাসনিক কমর্কতার্ ইউ ইয়ে হতু জানিয়েছেন, মংডুতে জাতিসংঘের বিশেষ দূতের বৈঠক সম্পকের্ এখনো কিছু জানানো হয়নি। তিনি বলেন, মংডুতে তার সফর সম্পকের্ নিদির্ষ্ট তথ্য আমরা পাইনি। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কমর্কতার্ জানিয়েছেন, রোববার রাজধানী নেপিদোতে পেঁৗছান ক্রিস্টিন। তিনি সমাজকল্যাণ, ত্রাণ ও পুনবার্সনমন্ত্রী এবং রাষ্ট্রীয় উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। তবে তিনি শীষর্ সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন কিনা, সেটা নিশ্চিত নয়। ওই কমর্কতার্ আরও জানান, ক্রিস্টিন মিয়ানমারে এক সপ্তাহ অবস্থান করবেন। ২০১৮ সালের অক্টোবরে ক্রিস্টিন রাখাইনের কয়েকটি শরণাথীর্ শিবির পরিদশর্ন করেন। এ ছাড়া তিনি কিয়াকতাউ, বুথিডাউং, মংডু ও সিতের পুন স্থানান্তর কেন্দ্রগুলোও ঘুরে দেখেন।