সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কলকাতায় মোদির সমাবেশ স্থগিত যাযাদি ডেস্ক বিজেপি আগামী ৮ ফেব্রæয়ারি পূবের্ঘাষিত ব্রিগেড মহাসমাবেশ করছে না। সোমবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ তথ্য জানান। তবে ওই দিন পশ্চিমবঙ্গের আসানসোলে জনসভা হবে বলে জানান তিনি। এত অল্প সময়ে এত বড় মহাসমাবেশ করা কঠিন। তাই তারা আপাতত এই সমাবেশ স্থগিত করে ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আসানসোলে সভা করবেন। আগামী মাচর্ মাসে এই ব্রিগেডে মহাসমাবেশ করবে বিজেপি। আসানসোল ছাড়াও বিজেপি আরও দুটি সমাবেশ করবে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে। একটি হবে ২৮ জানুয়ারি শিলিগুড়িতে। আরেকটি ৩১ জানুয়ারি ঠাকুনগরে। সংবাদসূত্র: এনডিটিভি ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভ‚মিকম্প যাযাদি ডেস্ক ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা তাঙ্গারা প্রদেশের সুমবাওয়া দ্বীপের উপক‚লে ৬ দশমিক ৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভ‚মিকম্প হয়েছে। মঙ্গলবার দ্বীপটির পূবার্ঞ্চলীয় রাবা শহরের ২৩০ কিলোমিটার দক্ষিণে ভ‚ত্বকের ৩৬ কিলোমিটার গভীরে ভ‚মিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভ‚তাত্তি¡ক জরিপ সংস্থা। তাৎক্ষণিক কোনো সুনামি সতকর্তা জারি করা হয়নি এবং ক্ষয়ক্ষতি বা হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। সংবাদসূত্র: রয়টাসর্ শীষর্ চিন্তাবিদের তালিকায় ইমরান খান যাযাদি ডেস্ক বিশ্বের শীষর্ ১০০ চিন্তাবিদের তালিকায় উঠে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম। ওয়াশিংটনভিত্তিক ম্যাগাজিন ‘ফরেন পলিসি’ ১০টি ক্যাটাগরিতে বিশ্বের শীষর্ চিন্তাবিদনদের এ তালিকা মঙ্গলবার প্রকাশ করেছে। তবে এই তালিকা ইমরান খানের নাম থাকাকে বেশ অবিশ্বাস্য বলেই মনে করছেন খোদ পাকিস্তানের অনেকেই। তালিকায় এ ছাড়াও রয়েছেন, জামার্ন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মাকের্ল, সাবেক মাকির্ন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফাস্টের্লডি মিশেল ওবামা, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক ম্যার মতো ব্যক্তিরা। সংবাদসূত্র: দ্য ডন কাশ্মিরে নিরাপত্তা অভিযানে নিহত ২ যাযাদি ডেস্ক ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তাবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সোফিয়ান জেলায় এই বন্দুকযুদ্ধ হয় এবং তা চলমান রয়েছে বলে ভারতীয় কমর্কতার্রা জানিয়েছেন। গত ২৪ ঘণ্টার মধ্যে কাশ্মির উপত্যকায় এটি দ্বিতীয় বন্দুকযুদ্ধের ঘটনা। মঙ্গলবার সকালেই জম্মু-কাশ্মির পুলিশের সঙ্গে একই জেলার হেফ শিরমাল এলাকায় আরেকটি বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধ ঘিরে ঘটনাস্থলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে করে নিরাপত্তাবাহিনীর সঙ্গে স্থানীয় যুবকদের সংঘষর্ হয়। সংবাদসূত্র: দ্য হিন্দু পাকিস্তানে সড়ক দুঘর্টনায় নিহত ২৭ যাযাদি ডেস্ক পাকিস্তানে ভয়াবহ সড়ক দুঘর্টনায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের হাব এলাকায় এই দুঘর্টনা ঘটে। জানা গেছে, বাসটি করাচি থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাঞ্জগুরে যাচ্ছিল। বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিল। যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দিলে এই দুঘটর্না ঘটে। এই সংঘষের্ বাস ও তেল ট্যাংকারে আগুন ধরে যায়। অধিকাংশ যাত্রীর শরীর আগুনে ঝলসে গেছে। সংবাদসূত্র: জিও টিভি ফিলিপাইনে গণভোট যাযাদি ডেস্ক খ্রিস্টানপ্রধান দেশ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের দুটি মুসলমান অধ্যুষিত এলাকায় গণভোট অনুষ্ঠিত হয়েছে। ওই এলাকায় স্বায়ত্তশাসন দেয়া উচিত হবে কি না- তা জানতে সোমবার এ গণভোট অনুষ্ঠিত হয়। প্রায় ২৮ লাখ ভোটারের এ ভোটের ফল চারদিনের মধ্যে জানা যেতে পারে। তবে ভোটে ‘হ্যঁা’ জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিলিপাইনের ওই অঞ্চলটি দক্ষিণ-পূবর্ এশিয়ার অস্থিতিশীল ও অবহেলিত এলাকাগুলোর একটি। সেখানে পযার্প্ত অবকাঠামো, শিক্ষাপ্রতিষ্ঠান ও চাকরি সুবিধার অভাব রয়েছে। ফিলিপাইনের দারিদ্র্যের হার শতকরা ২১ দশমিক ৬ হলেও মিন্দানাওয়ের অধেের্কর বেশি পরিবার দরিদ্রতার শিকার। সংবাদসূত্র: রয়টাসর্ বাঘের মাংসে ভূরিভোজ! যাযাদি ডেস্ক চিতাবাঘ মেরে সেটির মাংসে উদরপূতির্ করেন পশ্চিমবঙ্গের ডুয়াসের্র একদল পাচারকারী। পরে তারা চিতাবাঘের চামড়াটি বিক্রির চেষ্টা করেন। দাম হঁাকেন ১০ লাখ রুপি। ব্যস, খবর পেঁৗছে যায় বন বিভাগের কমর্কতাের্দর কানে। এবার বন বিভাগ গোপনে তথ্য নিয়ে চিতাবাঘের চামড়াটি কেনার কথা বলে ফঁাদ পাতে পাচারকারীদের ধরতে। বন বিভাগের স্পেশাল টাস্কফোসের্র কমর্কতার্রা গোপনে ফঁাদ পেতে শুরু করেন তৎপরতা। সেই ফঁাদে পা দেন ওই পাচারকারীরা। তারা স্বীকার করেছেন, চিতাবাঘটিকে মেরে মাংস দিয়ে বনভোজন করেছেন। সংবাদসূত্র: এনডিটিভি