এবার ড্রোন কাÐে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের কাযর্ক্রম বিঘিœত

ম যুক্তরাজ্যের গ্যাটউইক ও হিথ্রোর পর যুক্তরাষ্ট্রের লিবাটির্ বিমানবন্দরে সন্দেহজনক ড্রোন যেন একই সূত্রে গঁাথা ম যুক্তরাষ্ট্রের নিউজাসিের্ত অবস্থিত ১১তম ব্যস্ততম বিমানবন্দর লিবাটির্

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ জাসির্ অঙ্গরাজ্যের নিউইয়কর্ লিবাটির্ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে মঙ্গলবার সন্ধ্যায় দুই পাইলট সন্দেহজনক ড্রোন উড়তে দেখার পর সেখানকার কাযর্ক্রম কিছু সময় বন্ধ রাখা হয় Ñএএফপি
দুই পাইলট সন্দেহজনক ড্রোন উড়তে দেখার পর যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের কাযর্ক্রম বিঘিœত হয়েছে। অ্যাভিয়েশন প্রশাসনের বরাত দিয়ে মাকির্ন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নিউ জাসির্ অঙ্গরাজ্যের নিউ ইয়কর্ লিবাটির্ ইন্টারন্যাশনাল বিমানবন্দরের কাযর্ক্রম কিছু সময় বন্ধ রাখা হয়। পরে আর ড্রোন দেখতে না পাওয়ায় বিমানবন্দর অভিমুখে আসতে থাকা ফ্লাইট সচল করা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্যের দুটি বিমানবন্দরে সন্দেহজনক ড্রোন দেখার পর বিঘিœত হয় সেখানকার বিমান চলাচল। সংবাদসূত্র: রয়টাসর্ গত মাসে বড়দিনের ছুটির আগে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরে সন্দেহজনক ড্রোন দেখার পর তিন দিন বিঘিœত হয় সেখানকার বিমানবন্দরের কাযর্ক্রম। বিপাকে পড়ে হাজার হাজার যাত্রী। চলতি মাসের প্রথম দিকেও লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আবারও ড্রোন দেখা যায়। সে সময়েও বন্ধ রাখা হয় সেখানকার বিমান চলাচল। যুক্তরাষ্ট্রের ১১তম ব্যস্ততম বিমানবন্দর লিবাটির্। বছরে বন্দরটি ব্যবহার করে প্রায় দুই কোটি যাত্রী। লিবাটির্ বিমানবন্দরের ১৭ মাইলের মধ্যে অবস্থিত তেতারব্রো বিমানবন্দর। ব্যক্তিগত বিমান ওঠানামায় ব্যবহৃত তেতারব্রো বিমানবন্দরের ওপর দিয়ে উড়ার সময়ে এক পাইলট তার বিমানের ৩০ ফুটের মধ্যেই ড্রোন দেখতে পেয়েছেন বলে জানা গেছে। এরপরই সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে স্থগিত রাখা হয় নিউ ইয়ক বিমানবন্দরের কাযর্ক্রম। মঙ্গলবারের ড্রোন কাÐ সম্পকের্ যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, লিবাটির্ বিমানবন্দরের দিকে আসতে থাকা দুটি ফ্লাইট থেকে বিকেল পঁাচটার দিকে ড্রোন দেখতে পাওয়া যায়। একারণে বিমানবন্দর অভিমুখে আসতে থাকা ফ্লাইট কিছু সময়ের জন্য দেরি করানো হয়। তারপর আর ড্রোন দেখতে না পাওয়ায় ফ্লাইটগুলো আবার চালু করা হয়।