মালয়েশিয়ার নতুন রাজা সুলতান আব্দুল্লাহ

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সুলতান আব্দুল্লাহ
মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে নিবাির্চত হয়েছেন পাহাং প্রদেশের সুলতান আব্দুল্লাহ। বৃহস্পতিবার দেশটির শাসক পরিষদ (কাউন্সিল অব রুলারস) ভোটাভুটির মাধ্যমে তাকে নতুন রাজা হিসেবে বেছে নেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। এ মাসে রাজা মোহাম্মদ পঞ্চমের আকস্মিক পদত্যাগের পর নতুন রাজা নিবার্চনে বাধ্য হয় কাউন্সিল অব রুলারস। সংবাদসূত্র :চায়না মনির্ং পোস্ট ব্রিটেনের ওয়েস্ট মিনস্টার পালাের্মন্টারি সিস্টেম ধারার সরকারব্যবস্থায় পরিচালিত মালয়েশিয়ায় রয়েছে প্রতীকী রাজতন্ত্র। ১৯৫৬ সালে ব্রিটিশ উপনিবেশের কবলমুক্ত হওয়ার পর দেশটির রাজ্যগুলোর অস্তিত্ব বিলোপ করে ৯ মালয় প্রদেশের সুলতানের সমন্বয়ে গঠন করা হয় ‘কাউন্সিল অব রুলারস’। এই কাউন্সিলের সদস্যরাই নিজেদের ভোটে পযার্য়ক্রমে একেকবার একেকজনকে রাজা নিবাির্চত করেন। ২০১৬ সালের ডিসেম্বরে পঁাচ বছরের মেয়াদের জন্য উত্তর-পূবার্ঞ্চলীয় মালয় রাজ্য কেলানতানের শাসক সুলতান মোহাম্মদ পঞ্চম দেশটির ১৫তম রাজা নিবাির্চত হন। সম্প্রতি চিকিৎসা ছুটি নিয়ে রাশিয়ায় গিয়ে ৪৯ বছর বয়সী এই রাজা বিয়ে করেছেন বলে গুঞ্জন শুরু হয়। ৬ জানুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন সুলতান পঞ্চম মোহাম্মদ। মালয়েশিয়ায় রাজসিংহাসন শূন্য হওয়ার পর চার সপ্তাহের মধ্যে ভোটাভুটির বাধ্যবাধকতা রয়েছে। সে বিধান মেনে বৃহস্পতিবার রাজা নিবার্চনে ভোটাভুটির সিদ্ধান্ত নেয় মালয়েশিয়ার ‘কাউন্সিল অব রুলারস’। এদিন বেলা সোয়া ১১টা থেকে কুয়ালালামপুরে কাউন্সিল অব রুলারস-এর বৈঠক শুরু হয়।