রাখাইনে বিজিপি ফঁাড়িতে ফের আরসার হামলা

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মিয়ানমারের উত্তর রাখাইনে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বডার্র গাডর্ পুলিশের (বিজিপি) একটি ফঁাড়িতে হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার চারটি বোমার বিস্ফোরণ ও বেশ কয়েক রাউন্ড গুলি বষর্ণ করে এ হামলা চালানো হয়। শুক্রবার মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। হামলার জন্য স্থানীয় কতৃর্পক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষার পক্ষে লড়াইরত সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আমিের্ক (আরসা) দায়ী করা হয়েছে। সংবাদসূত্র : রয়টাসর্ খবরে বলা হয়েছে, হামলায় পুলিশের দুই কমর্কতার্ ও এক সামরিক প্রকৌশলী আহত হয়েছেন। রাখাইনের স্থানীয় জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপাটের্মন্ট (জিএডি) হামলার জন্য আরসাকে দায়ী করেছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীকে উত্তর মংডুর জিএডি কমর্কতার্ কিয়েইন চৌং জানান, প্রাথমিক পুলিশ প্রতিবেদন অনুসারে, ওয়াই লা তাউং গ্রামে বৃহস্পতিবার সকাল সাতটায় এই হামলা চালানো হয়। সীমান্তের বডার্র মাকার্র ৪১-এর কাছে বাংলাদেশ থেকে আরসার ৪০জন যোদ্ধা মিয়ানমারে প্রবেশ করে। তারা পুলিশ ফঁাড়ি দখলের চেষ্টা করে। এই ফঁাড়ি সীমান্তের মাত্র ২০০ মিটার দূরে। কিন্তু ফঁাড়ির পুলিশ সদস্যরা হামলাটি প্রতিহত করে। অতিরিক্ত সেনা কাছের রেজিমেন্ট থেকে এসে তাদের সহযোগিতা করে। তারা সীমান্ত বেস্টনি ভেঙে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। যোদ্ধারা আধুনিক অস্ত্রে সজ্জিত ছিল। সীমান্ত দিয়ে ফিরে যাওয়ার সময় তারা কিছু স্থাপনা ধ্বংস করে। এর আগে মংডুর কাছে ওয়াট কেইন গ্রামে ১৬ জানুয়ারি হামলা চালায় আরসা।