জরুরি অবস্থা ঘোষণার খসড়া করছে হোয়াইট হাউস

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, সেই লক্ষ্যে আদেশের খসড়া তৈরি করছে হোয়াইট হাউস। অভ্যন্তরীণ নথিপত্রের তথ্য পযাের্লাচনা করে এক বিবৃতিতে এ খবর জানিয়েছে মাকির্ন সংবাদ মাধ্যমগুলো। খবরে বলা হয়, দক্ষিণ সীমান্তে দেয়াল নিমাের্ণর লক্ষ্যে ৭০০ কোটি মাকির্ন ডলারের সম্ভাব্য তহবিল তার সইয়ের জন্য শনাক্ত করা হয়েছে। সংবাদসূত্র: সিএনএন যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের কমর্বন্ধ বা শাট ডাউন নিরসন প্রশ্নে কংগ্রেস ও হোয়াইট হাউসের মধ্যে এক ধরনের লড়াই চলছে। এই পরিস্থিতিতে ট্রাম্প তার ক্ষমতা ব্যবহার করে জাতীয় জরুরি অবস্থা জারি এবং সীমান্তে দেয়াল নিমাের্ণ প্রতিরক্ষা দপ্তরকে নিদের্শ দেয়ার বিষয়টি উড়িয়ে দেননি। তবে এ ব্যাপারে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে মতভেদ রয়েছে। তাই বিকল্প পরিকল্পনা নিয়ে এগোচ্ছে হোয়াইট হাউস। এতে কংগ্রেসকে এড়ানো যাবে। প্রেসিডেন্টের ঘোষণাপত্রের খসড়ায় লেখা রয়েছে, বিপুল পরিমাণ ভিনদেশি, যারা প্রতিদিন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকছে, তারা দেশের জাতীয় নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি। এ কারণে প্রেসিডেন্টকে জাতীয় জরুরি অবস্থা জারি করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইন প্রেসিডেন্টকে যে কতৃর্ত্ব দিয়েছে, সে অনুযায়ী তিনি জাতীয় জরুরি অবস্থা জারি করছেন। মাকির্ন সরকারের এক কমর্কতার্ বলেছেন, এই খসড়া গত সপ্তাহে হালনাগাদ করা হয়েছে। বিভিন্ন খাত থেকে জোড়াতালি দিয়ে অথর্ সংগ্রহের কথা ভাবছে প্রশাসন। ট্রেজারি তহবিল, সামরিক নিমার্ণ, পেন্টাগনের গণপূতর্ তহবিল, হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের তহবিল থেকে অথর্ টান দেয়া হতে পারে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, তার হাতে বিকল্প আছে, প্রয়োজনে তা ব্যবহার করা হবে। অনেক মানুষ ও সেনাবাহিনী সেটা চায়। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নিমাের্ণ বাজেট বরাদ্দ ইস্যুতে মতবিরোধের জের ধরে গত ২২ ডিসেম্বর থেকে ফেডারেল সরকারের একাংশের কাজকমর্ বন্ধ হয়ে গেছে। ফলে আট লাখ ফেডারেল কমীর্ কোনো বেতন পাচ্ছেন না। মেক্সিকোর সঙ্গে নিরাপত্তা ‘দেয়াল’ নিমাের্ণর জন্য ট্রাম্পের দাবি অনুসারে অথর্ দিতে ডেমোক্র্যাটদের আপত্তি রয়েছে।