ইন্দোনেশিয়ায় বন্যা ও ভ‚মিধসে নিহত বেড়ে ৫৯

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসিতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দঁাড়িয়েছে ৫৯ জনে। এখনও অনেক মানুষ নিখেঁাজ রয়েছেন। উদ্ধারকমীর্রা তাদের অনুসন্ধানে অভিযান চালাচ্ছে। স্থানীয় কতৃর্পক্ষের বরাত দিয়ে নিহতের এ সংখ্যা জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার কথা জানিয়ে সুলাওয়েসির দুযোর্গ প্রশমন সংস্থার প্রধান সিয়ামসিবার বলেন, এত খারাপ কিছু আমি কখনো দেখিনি। এটা সবচেয়ে খারাপ পরিস্থিতি। এখনও অন্তত ২৫ জন নিখেঁাজ রয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের সংখ্যা ত্রিশজন বলে জানিয়েছিল কতৃর্পক্ষ। বুধ ও বৃহস্পতিবার সুলাওয়েসি দ্বীপের দক্ষিণাংশে ভারি বৃষ্টি ও ধমকা হাওয়া আঘাত হানে। এতে নদীতে বন্যা দেখা দেয়। আক্রান্ত হয় নয়টি জেলার বাসিন্দারা। সরিয়ে নেয়া হয় প্রায় সাড়ে তিন হাজার মানুষকে। সিয়ামসিবার জানান, সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে গোয়া জেলায়। এখানে ৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বন্যা ও ভূমিধসের কারণে একটি গুরুত্বপূণর্ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কতৃর্পক্ষ বাধ্য হয়ে হেলিকপ্টারে ত্রাণ সরবরাহ করছে। প্রাদেশিক রাজধানী মাকাসারও কিছুটা আক্রান্ত হয়েছে।