স্বায়ত্তশাসন পেল ফিলিপাইনের সেই মিন্দানাওয়ে

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিপাইনের দক্ষিণের সংঘাত কবলিত মুসলমান অধ্যুষিত অঞ্চল মিন্দানাওয়ে স্বায়ত্তশাসনের প্রশ্নে গণভোটে ‘হ্যঁা’ ভোট জয় পেয়েছে। ৮৫ শতাংশ ভোটার স্বায়ত্তশাসনের পক্ষে ভোট দিয়েছে বলে শুক্রবার দেশটির নিবার্চন কমিশন জানিয়েছে। ভোটারদের রায় স্বায়ত্তশাসনের পক্ষে হওয়ায় আগামী তিন বছরের মধ্যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্বায়ত্তশাসন চালু হলে ওই অঞ্চলটির নাম হবে ‘বাংসামোরো’। সংবাদসূত্র : বিবিসি স্বাধীনতার দাবিতে ‘মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট’ (এমআইএলএফ) ১৯৭০ সাল থেকে ফিলিপাইনের কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করছে। বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে এ পযর্ন্ত প্রায় দেড় লাখ লোক নিহত হয়েছে। গণভোটের সিদ্ধান্ত হওয়ার পর এমআইএলএফ অস্ত্র সমপর্ণ করেছিল। এবার দলটি মিন্দানাওয়ের সরকার গঠন করবে। স্বায়ত্তশাসিত নতুন এই অঞ্চলটির নাম হবে বাংসামোরো। এই আঞ্চলিক সরকারের হাতে অবকাঠামো নিমার্ণ, ৫০ লাখ বাসিন্দার জন্য স্বাস্থ্যসেবা, স্কুল ও সামাজিক কল্যাণসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও রাজস্ব আদায়ের ক্ষমতা দেয়া হবে। কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা, নিরাপত্তা এবং পররাষ্ট্র ও আথির্ক নীতি নিধার্রণের দায়িত্বে থাকবে। আশপাশের কয়েকটি এলাকা বাংসামোরোর সঙ্গে যোগ দেবে কিনা, সেই প্রশ্নে আগামী ৬ ফেব্রæয়ারি গণভোট হবে।